ঢাকাঃ তথ্যপ্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তনের জন্য অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
ঢাকায় অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির ২য় দিনে সজীব ওয়াজেদ জয়কে এ পুরষ্কারে ভূষিত করা হয়।
এশিয়া -ওশেনিয়া অঞ্চলের ২৪টি দেশের সংস্থা এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটার ইন্ডাস্ট্রি অর্গানেইজেশন অ্যাসোসিও সজীব ওয়াজেদ জয়কে এ পুরষ্কারে ভূষিত করে। সজীব ওয়াজেদ জয়ের পক্ষে পুরষ্কার গ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
ঢাকা/ ইবিটাইমস/এমএইচ