ভিয়েনা ১২:০২ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব সারদ সম্নান ২০২১ ভূষিত হয়েছে ঝালকাঠির গুরুদাস দুর্গা মন্দির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
  • ২৮ সময় দেখুন
ঝালকাঠি প্রতিনিধি: World Durga Puja Organisation  এর  সারদাঞ্জলি ফোরাম ‘বিশ্ব সারদ সম্মান – ২০২১’ প্রদান করা হয় ঝালকাঠি  জেলার ঐতিহ্যবাহী কৃষ্ণকাঠির গুরুদাস দূর্গা মন্দিরকে।
এই মন্দিরটি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয় যা প্রতিষ্ঠার সাল থেকেই এখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। মূলত এই সংস্থাটি দুর্গাপূজায় প্রত্যেক জেলার সেরা পূজা নির্বাচিত করে তাদেরকে সম্মাননা প্রদান করে এরই ধারাবাহিকতায় ঝালকাঠি  জেলার বিভিন্ন পূজা  মন্ডব গুলো ঘুরে এ বছর গুরুদাস মন্দিরের আয়োজিত দুর্গাপূজাকে  জেলার সেরাপূজার স্বীকৃতি দেওয়া হয়।
জেলায় এ বছর মোট ১৬৯টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে  ঝালকাঠি সদরের ৭৩ টি, কাঁঠালিয়া উপজেলায় ৫৪ টি, রাজাপুরে ২১টি এবং নলছিটি উপজেলায় ২১ টি মন্ডপে।
বাধন রায় /ইবিটাইমস
Tag :
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিশ্ব সারদ সম্নান ২০২১ ভূষিত হয়েছে ঝালকাঠির গুরুদাস দুর্গা মন্দির

আপডেটের সময় ১০:৩৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
ঝালকাঠি প্রতিনিধি: World Durga Puja Organisation  এর  সারদাঞ্জলি ফোরাম ‘বিশ্ব সারদ সম্মান – ২০২১’ প্রদান করা হয় ঝালকাঠি  জেলার ঐতিহ্যবাহী কৃষ্ণকাঠির গুরুদাস দূর্গা মন্দিরকে।
এই মন্দিরটি ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয় যা প্রতিষ্ঠার সাল থেকেই এখানে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। মূলত এই সংস্থাটি দুর্গাপূজায় প্রত্যেক জেলার সেরা পূজা নির্বাচিত করে তাদেরকে সম্মাননা প্রদান করে এরই ধারাবাহিকতায় ঝালকাঠি  জেলার বিভিন্ন পূজা  মন্ডব গুলো ঘুরে এ বছর গুরুদাস মন্দিরের আয়োজিত দুর্গাপূজাকে  জেলার সেরাপূজার স্বীকৃতি দেওয়া হয়।
জেলায় এ বছর মোট ১৬৯টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। এর মধ্যে  ঝালকাঠি সদরের ৭৩ টি, কাঁঠালিয়া উপজেলায় ৫৪ টি, রাজাপুরে ২১টি এবং নলছিটি উপজেলায় ২১ টি মন্ডপে।
বাধন রায় /ইবিটাইমস