ইউরোপের অভিবাসী বাংলাদেশিদের পাশে আয়েবা

ফ্রান্স প্রতিনিধি: করোনাকালীন সময়ে ইউরোপের অভিবাসী বাংলাদেশিদেরকে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)।

ইউরোপের বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা নানা প্রতিকূলতার মধ্যেও আয়েবার পক্ষ থেকে অসংখ্য পরিবারকে জরুরি খাদ্য ও আর্থিক সহায়তা দিয়েছে প্রবাসীদের সংগঠনটি। এছাড়া করোনায় আক্রান্ত বাংলাদেশিদের জন্য একমাত্র আইসোলেশন সেন্টার স্থাপন করেছিল আয়েবা।

বাংলাদেশে আটকে পড়া ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিদের কাজে যোগদানের সুযোগ সৃষ্টিতেও উদ্যোগ নিয়েছিল আয়েবা।

ফ্রান্সের পিংক শহর তুলুজের নবোটেল হোটেলের বলরুমে অনুষ্ঠিত আয়েবার কার্যনির্বাহী পরিষদের ১৯তম সভায় এসব তথ্য জানানো হয়।

সংগঠনের সভাপতি প্রকৌশলী ড. জয়নুল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় করোনাকালে আয়েবার বিস্তারিত কার্যক্রম তুলে ধরেন মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

আয়েবা মহাসচিব জনান, মাল্টায় আটক ১৬৫ জন বাংলাদেশিকে মুক্তির জন্য আয়েবার একটি প্রতিনিধিদল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। একই সঙ্গে মাল্টায় বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রফতানির বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।

সভায় সংগঠনের সহসভাপতি ফকরুল আকম সেলিমসহ ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য দেন।

ইবিটাইমস/ফ্রান্স/এমএইচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »