ভিয়েনা ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় গভীর রাতে বিএনপি কার্যালয়ে আগুন দিলো দুর্বৃত্তরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • ২৪ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় দুর্বৃত্তদের কর্তৃক উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগ করা হযেছে।

বুধবার (০৬ অক্টোবর) গভীর রাতে উপজেলা সদর বাজারে থাকা দলীয় কার্যালয়ে এ আগুন দেয়া হয়েছে।

জেলা বিএনপি’র সাধারন সম্পাদক  মো. আলমগীর হোসেন এমন অগ্নি  সংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।

উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক  মো. রুহুল আমীন দুলাল ওই অগ্নি সংযোগের তথ্য নিশ্চিত করে জানান, ওই রাতের দেড়টার দিকে উপজেলা সদরের চা পট্টি এলাকায় থাকা উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করে।ওই ঘরটি স্থানীয় মো. মনিরুজ্জামান ও মরহুম মাস্টার আবুল হাশেম ওরফে ধলু মাস্টারের কাছ থেকে ভাড়ায় নিয়ে দলীয় কার্যালয় হিসাবে ব্যবহার করা হচ্ছে। তাদের দু’জনের ঘর একত্রিত করা হয়েছে।ঘরটি কাঠ ও টিনের তৈরী।

তিনি আরো জানান, ওই রাতে ঘরের চৌকটে অগ্নি সংযোগ করা হয়।এ সময় ওই বাজারের পাহাড়ায় থাকা কর্মীরা  আগুন জ্বলতে দেখে তাকে সহ দলীয় লোকজনকে ফোন দেন।এসময় স্থানীয় দলীয় নেতা-কর্মীরা এসে আগুন  নেভাতে সক্ষম হন।এতে বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতি হতে রক্ষা পায়।তবে ওই ঘরের চৌকট ও ঘরে থাকা টিভি সহ কিছু  মালামাল নষ্ট হয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মঠবাড়িয়ায় গভীর রাতে বিএনপি কার্যালয়ে আগুন দিলো দুর্বৃত্তরা

আপডেটের সময় ১০:৪৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় দুর্বৃত্তদের কর্তৃক উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগ করা হযেছে।

বুধবার (০৬ অক্টোবর) গভীর রাতে উপজেলা সদর বাজারে থাকা দলীয় কার্যালয়ে এ আগুন দেয়া হয়েছে।

জেলা বিএনপি’র সাধারন সম্পাদক  মো. আলমগীর হোসেন এমন অগ্নি  সংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।

উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক  মো. রুহুল আমীন দুলাল ওই অগ্নি সংযোগের তথ্য নিশ্চিত করে জানান, ওই রাতের দেড়টার দিকে উপজেলা সদরের চা পট্টি এলাকায় থাকা উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করে।ওই ঘরটি স্থানীয় মো. মনিরুজ্জামান ও মরহুম মাস্টার আবুল হাশেম ওরফে ধলু মাস্টারের কাছ থেকে ভাড়ায় নিয়ে দলীয় কার্যালয় হিসাবে ব্যবহার করা হচ্ছে। তাদের দু’জনের ঘর একত্রিত করা হয়েছে।ঘরটি কাঠ ও টিনের তৈরী।

তিনি আরো জানান, ওই রাতে ঘরের চৌকটে অগ্নি সংযোগ করা হয়।এ সময় ওই বাজারের পাহাড়ায় থাকা কর্মীরা  আগুন জ্বলতে দেখে তাকে সহ দলীয় লোকজনকে ফোন দেন।এসময় স্থানীয় দলীয় নেতা-কর্মীরা এসে আগুন  নেভাতে সক্ষম হন।এতে বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতি হতে রক্ষা পায়।তবে ওই ঘরের চৌকট ও ঘরে থাকা টিভি সহ কিছু  মালামাল নষ্ট হয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস