ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরের দীঘিরজান কলেজিয়েট স্কুলের জমি দখল করে পাকা ভবন তৈরীর অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য মো. ছিদ্দিকুর রহমান ফকির উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
গত মঙ্গলবার (০৫ অক্টোবর) দেয়া ওই অভিযোগ সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. ছোরাফ হোসেন শেখের ছোট ভাই মো. এমদাদ হোসেন প্রভাব খাটিয়ে ওই বিদ্যালয়ের নিজস্ব জমিতে পাকা ভবন তৈরী করতে আরসিসি পিলার স্থাপন করছেন।
বুধবার (০৬ অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে বিদ্যালয়ের পূর্ব পাশের খেলার মাঠ দখল করে ওই ভবন তৈরীর কাজের প্রক্রিয়া চলছে।
ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. আইয়ুব আলী সহ একাধীক সদস্যরা জানান, ওই জমি দখলে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষক দখলকারীকে ভবন তৈরীতে গোপনে সহযোগীতা করছেন। আমরা (সদস্য) তাদের (সভাপতি ও প্রধান শিক্ষক) অভিযোগ দিতে বললেও তারা এড়িয়ে যাচ্ছেন।
এ ব্যাপারে জানতে প্রধান শিক্ষক মো. জাহাঙ্গির আলমকে একাধীকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেন নি। তবে ম্যানেজিং কমিটির সভাপতি জানান, বিদ্যালয়ের জমি কেহ দখল করলে প্রধান শিক্ষক বা আমি (সভাপতি) অভিযোগ দিবো।অন্যের অভিযোগে কিছু আসে যায় না।
এ ব্যাপারে জমি দখলকারী মো. এমদাদ হোসেন স্কুলের সাথে একটি কমপ্রোমাইজ (আপোষ) হয়েছে দাবী করে বলেন, তিনি তার ক্রয়কৃত নিজস্ব জমিতেই ভবন তৈরী করছেন। ওই জমিটি এর আগেও তার দখলে ছিলো বলে দাবী তার।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, একটি লিখিত অভিযোগ পেয়ে আপাতত: সেখানে নির্মান কাজ বন্ধের ব্যবস্থা নিতে ভুমি অফিসকে বলা হয়েছে।পরে কাগজ পত্র দেখে চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/এম আর














