ঢাকা: প্রধানমন্ত্রীর নির্দেশনার ১৫ দিন পর অবশেষে তোড়জোর শুরু হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের।
মঙ্গলবার বিমানবন্দরে সরেজমিন পরিদর্শনে যান সরকারের দুই মন্ত্রী। এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে অস্থায়ীভাবে বিমানবন্দরের ভেতর আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হচ্ছে। আর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের আশা ল্যাবের কার্যক্রম শুরু হবে দুই থেকে তিন দিনের মধ্যে।
দেশে করোনা পরিস্থিতি উন্নতির সাথে প্রবাসীদের জন্য শ্রমবাজারের দ্বার খুলতে শুরু করেছে। তবে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো শ্রমিকদের যাবার ক্ষেত্রে ভ্রমনের কয়েক ঘন্টা আগের করোনার রিপোর্টকে শর্ত হিসেবে জুড়ে দিয়েছে। যা সম্ভব কেবল র্যাপিড আরটি-পিসিআর ল্যাবের মাধ্যমে।
এরপ্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশনা দেন। এরপরও ল্যাব স্হাপনের কার্যক্রম শুরু না হওয়া, ১৪ সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে অনশন বসেন প্রবাসী শ্রমিকরা।
বিমান বন্দরের ভেতর অস্থায়ীভাবে আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হলেও খুব দ্রুত গাড়ী পাকিং এলাকায় স্টিলের কাঠামো করা হবে জানান স্বাস্থ্যমন্ত্রী।
মঙ্গলবার রাজধানীর শ্যামলীতে আরেক অনুষ্ঠানে যোগ দিয়ে পিসিআর ল্যাব স্থাপনে দেরির জন্য সিভিল এভিয়েশনের জায়গা না দেয়াকে দায়ি করেন স্বাস্থ্যমন্ত্রী।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ