ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরে একটি আগ্নেয়াস্ত্র ও রাউন্ড তাজা গুলি সহ পলাশ সিকদার (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে জেলার সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পশ্চিত চালিতাবাড়ি গ্রাম থেকে আটক করা হয়। আটককৃত ওই যুবক একই এলাকার আফজাল শিকদারের ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মো. জাকারিয়া হোসেন ওই যুবককে অস্ত্র সহ গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই দিন সন্ধ্যায় ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ওই যুবক সহ কিছু অস্ত্র ব্যবসায়ী গ্রেফতারকৃত পলাশ শিকদারের বাড়ির সামনের একটি সুপারী বাগানে অস্ত্র বেঁচা-কেনা করছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ারের হোসেনের নেতৃত্বে একটি
দল সেখানে অভিযান চালায়।এ সময় অন্যরা পালিয়ে গেলেও ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেন। এ সময় তার কাছে একটি এক নালা বন্দুক ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃত ওই যুবক একজন নিয়মিত অস্ত্র ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্য।
এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস