ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভ্যাক্সিন গ্রহণের পরও আমাদের কারোই স্বাস্থ্যবিধি অবজ্ঞা করা উচিত নয়।
নিয়মিত মাস্ক পরিধান করার পরামর্শও দেন তিনি। জাতীয় সংসদ অধিবেশনে জাতীয় পার্টির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মাসুদা এম রশিদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, জাতীয় পার্টির এই নেত্রী ছিলেন একাধারে সামাজ সেবক, নারী উদ্যোক্তা, চিত্রশিল্পী এবং রাজনীতিবিদ। বহু গুণাবলী সম্পন্ন এই মানুষটির মৃত্যুতে দেশের অনেক ক্ষতি হয়েছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।
এর আগে, বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরসহ জাতীয় পার্টির একাধিক নেতা শোক প্রস্তাবের ওপর আলোচনা করেন।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ