ভিয়েনা ০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অনিয়মের তদন্ত শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১
  • ১২ সময় দেখুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফজলে বারীর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের পর তদন্তে নেমেছেন তদন্ত কমিটির প্রধান।

গতকাল বৃহস্পতিবার সকালে ওই তদন্ত কমিটির প্রধান পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডাক্তার মো. জাহাঙ্গির আলম নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় ওই হাসপাতালের কয়েক কর্মচারী ও সংশ্লিষ্টদের কাছ থেকে পৃথক পৃথক লিখিত সাক্ষাৎকার নেন।

উল্লেখ্য, গত ২২ মে ওই কর্মকর্তার বিভিন্ন বিরুদ্ধে হাসপাতালের সরকারী জমি টাকার বিনিময় অন্যকে দখল দিয়ে দেয়া সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও দুদক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের হয়।

ওই অভিযোগের ভিত্তিতে গত ২২ জুন বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে পরের দিন ২৩ জুন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, সেবিকা, কর্মচারী সহ বিভিন্ন ইউনিয়নে কর্তব্যরত স্বাস্থ্য সহকারীদের দায়িত্ব বাদ দিয়ে তার পক্ষে একটি সাপাই মানববন্ধন কর্মসূচী পালন করেন। এ সময় উপজেলা ব্যাপী স্বাস্থ্য সেবা ব্যাহত হয়। এ সব অভিযোগে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পক্ষ থেকে পটুয়াখালী জেলা সিভিল সার্জনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এ ব্যাপারে জানতে ওই তদন্ত টিমের প্রধান জানান, অভিযোগের বিষয় সরেজমিনে তদন্ত চলছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/এম আর

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অনিয়মের তদন্ত শুরু

আপডেটের সময় ১১:৩৬:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফজলে বারীর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের পর তদন্তে নেমেছেন তদন্ত কমিটির প্রধান।

গতকাল বৃহস্পতিবার সকালে ওই তদন্ত কমিটির প্রধান পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডাক্তার মো. জাহাঙ্গির আলম নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় ওই হাসপাতালের কয়েক কর্মচারী ও সংশ্লিষ্টদের কাছ থেকে পৃথক পৃথক লিখিত সাক্ষাৎকার নেন।

উল্লেখ্য, গত ২২ মে ওই কর্মকর্তার বিভিন্ন বিরুদ্ধে হাসপাতালের সরকারী জমি টাকার বিনিময় অন্যকে দখল দিয়ে দেয়া সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও দুদক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের হয়।

ওই অভিযোগের ভিত্তিতে গত ২২ জুন বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এতে পরের দিন ২৩ জুন সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, সেবিকা, কর্মচারী সহ বিভিন্ন ইউনিয়নে কর্তব্যরত স্বাস্থ্য সহকারীদের দায়িত্ব বাদ দিয়ে তার পক্ষে একটি সাপাই মানববন্ধন কর্মসূচী পালন করেন। এ সময় উপজেলা ব্যাপী স্বাস্থ্য সেবা ব্যাহত হয়। এ সব অভিযোগে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের পক্ষ থেকে পটুয়াখালী জেলা সিভিল সার্জনকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

এ ব্যাপারে জানতে ওই তদন্ত টিমের প্রধান জানান, অভিযোগের বিষয় সরেজমিনে তদন্ত চলছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/এম আর