ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাঁকে ভর্তি করা হয়।
রাতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভাইয়ের শারীরিক অবস্থা ভালো। আমরা চিকিৎসকের তত্ত্বাবধানে রাখার জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি করিয়েছি। আমাদের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাই। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন।’
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার সাবেক অর্থমন্ত্রী মুহিতের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর চিকিৎসকের পরামর্শে তিনি ঢাকার বনানীর নিজ বাসাতেই ছিলেন। একই দিন আবদুল মুহিতের ছেলে শাহেদ মুহিতেরও করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। আবদুল মুহিতের দুই দফা টিকা নেওয়া আছে।
ঢাকা/ইবিটাইমস/এমএইচ