আন্তর্জাতিক ডেস্ক: তিউনিশিয়ার রাজধানী তিউনিসে অবস্থিত আল জাজিরার ব্যুরো অফিসে অভিযান চালিয়েছে পুলিশ। এ ছাড়া সেই অফিসে কর্মরত সব সাংবাদিককে বহিষ্কার করতে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
আল জাজিরার সাংবাদিকরা জানিয়েছেন, তল্লাশির কোনো ওয়ারেন্ট না থাকলেও কমপক্ষে ২০ জন সশস্ত্র পুলিশ কর্মকর্তা সোমবার অফিসে ঢুকে তল্লাশি করে।
তিউনিশিয়ায় আল-জাজিরার ব্যুরোপ্রধান লতিফ হাজ্জি বিভিন্ন গণমাধ্যমকে বলেন, উচ্ছেদের আগে নিরাপত্তা বাহিনী ‘আমাদের কোনো নোটিশ দেয়নি,’ তল্লাশি অভিযানে অংশ নেওয়া নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ‘আল জাজিরার সাংবাদিকদের এখান থেকে চলে যেতে হবে। তা ছাড়া আমরা বিচার বিভাগের নির্দেশনা পালন করছি।’
সাংবাদিকরা জানান, নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ফোন বন্ধ করে দিয়েছে। তাদের ব্যক্তিগত জিনিসপত্র নিতেও ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কর্মকর্তারা অন্যান্য সরঞ্জামাদিও বাজেয়াপ্ত করেছে।
আল জাজিরার অফিসে এমন হামলার জন্য রিপোর্টার্স উইদাউট বর্ডারস তীব্র নিন্দা জানিয়েছে।
উল্লেখ্য, এর আগে তীব্র আন্দোলনের মুখে তিউনিশিয়ার পার্লামেন্ট স্থগিত ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট কাইস সাইয়েদ। একই সঙ্গে প্রধানমন্ত্রী হিচাম মেচিচিকে অপসারণ করা হয়। রোববার নিজ বাসভবনে জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে এই ঘোষণা দেন তিউনিসিয়ান প্রেসিডেন্ট।
এদিকে, তিউনিশিয়ার প্রধানমন্ত্রী হিচাম মেচিচি বরখাস্ত হওয়ার খবরে স্থানীয় সময় রোববার শেষ রাতে আনন্দ উদযাপনে মেতে ওঠেন বিক্ষোভকারীরা।
ডেস্ক/ইবিটাইমস/এমএইচ
























