স্পোর্টস ডেস্ক: আর মাত্র ১৬ মাস পর মাঠে গড়াবে কাতার বিশ্বকাপ। এমন সময় সবাইকে হতবাক করে দিয়ে জাতীয় দলকে বিদায় বলে দিলেন জার্মানির তারকা মিডফিল্ডার টনি ক্রস।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে দল বাদ পড়ার দিন কয়েকের মধ্যেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রস। ৩১ বছর বয়সী এই খেলোয়াড় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন, অনেক দিন ধরে অনেক কিছু ভেবেই সিদ্ধান্তটি নিয়েছেন তিনি।
দেশের বয়সভিত্তিক ফুটবলে খেলার পর ২০১০ সালে জাতীয় দলে অভিষেক হয় ক্রসের। ক্রমেই হয়ে ওঠেন দলের গুরুত্বপূর্ণ খেলোয়া্ড়। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে দেশকে শিরোপা এনে দেওয়ায় তার দারুণ ভূমিকা ছিল।
জার্মানি জাতীয় দলের হয়ে মোট ১০৬ ম্যাচ খেলেছেন তিনি, ১৭ গোল করার পাশাপাশি করিয়েছেন ১৯টি।
ক্রস জানিয়েছেন, ক্যারিয়ারের বাকিটা সময় ক্লাব ফুটবলেই মনোযোগ দিতে চান তিনি। পাশাপাশি পরিবারকেও সময় দেয়ার প্রস্তুতি নিচ্ছেন।
ক্যারিয়ারের পুরোটা সময় জুড়ে পাশে থেকে সমর্থন দেওয়ার জন্য ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন ক্রস। জার্মানি জাতীয় দলের নতুন কোচ হান্স ফ্লিককেও শুভকামনা জানিয়েছেন তিনি।
ডেস্ক/ইবিটাইমস/এমএন