ভোলা প্রতিনিধি: ভোলায় কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে আরো ৮৯ জনের জরিমানা আদায় করা হয়েছে। এছাড়াও বিনা কারনে ঘোরাফেরা করায় এক ব্যক্তিকে ৩ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। এ নিয়ে গত দুই দিনে ১৯৩ জনের জরিমানা এবং ৩ জনের কারাদন্ড দেয়া হলো। লকডাউন এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় এ জেল- জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২ জুলাই) জেলার ৬ উপজেলায় ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে। জরিমানা আদায় হয়েছে ভোলা সদরে ৩৭ জনের ৩২ হাজার ৩০০ টাকা, দৌলতখানে ৬ জনের ১৮০০ টাকা, বোরহানউদ্দিনে ২৪ জনের ১১ হাজার ৩০০ টাকা, লালমোহনে ৭ জনের ৩ হাজার ৬০০ টাকা, চরফ্যাশনে ১২ জনের ১৭ হাজার ৯০০ টাকা এবং ৪ জনের ২ হাজার টাকা।
ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউসুফ হাসান এসব তথ্য নিশ্চিত করে বলেন, স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং সরকারী নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌবাহিনী, বিজিবি, পুলিশ এবং ব্যাটেলিয়ন আনসার নিয়ে ৬ উপজেলায় ১২ টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জেলা ও উপজেলা পর্যায়র পুলিশের চেকপোস্ট ও মোবাইল টিম কাজ করছে। গুরুত্বপূর্ন পয়েন্টে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, পুলিশ, বিজিবি, ও RABসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল চলছে।
ভোলার পুলিশ সুপার সরকার মোঃ কায়সার জানান, গুরুত্বপূর্ন পয়েন্টে চেকপোস্ট ও পুলিশের টহল রয়েছে।
এদিকে লকডাউনের ২য় দিনেও শহরের দোকান-ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, সড়কে চলছে না কোন গনপরিবহন।
সাব্বির বাবু/ইবিটাইমস/আরএন