ভিয়েনা ১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৯ম দিনের শুনানি চলছে লালমোহনে ৭’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুসলিম হওয়া সত্ত্বেও বিপুল সংখ্যক ইহুদি ভোটাররা মামদানিকে ভোট দিয়েছেন অভিযুক্ত ১৫ শীর্ষ সেনা কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়ে যা জানালো সেনা সদর হাঙ্গেরিতে পুতিন-ট্রাম্প বৈঠকের জন্য শর্ত এখনও পূরণ হয়নি – রাশিয়া টাঙ্গাইলে মুগ বলে মথবিজ ডাল বিক্রি, রঙ মিশ্রণ : দুই ব্যবসায়ীকে জরিমানা লালমোহনে ধানের শীষের প্রচারণায় শ্রমিকদল সভাপতি লোকমান হোসেন লঞ্চঘাটে অতিরিক্ত যাত্রী টোল আদায়, ৪০ হাজার টাকা জরিমানা ধানের শীষকে জয়ীকে করার আহ্বান এ্যাড. জয়নুল আবেদীনের

তারেক রহমানের সমলোচনা করে তোপের মুখে ডা. জাফরউল্লাহ চৌধুরী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
  • ২৪ সময় দেখুন

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমলোচনা করে বক্তব্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের একদল নেতাকর্মীর তোপের মুখে পড়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরউল্লাহ চৌধুরী। তারেক রহমানের দুই বছর চুপচাপ থাকা উচিত—এমন বক্তব্যের পর ছাত্রদল কর্মীরা তাকে হুমকি দেয়।

শনিবার (২৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে ‘শিক্ষায় প্রত্যাশা ও প্রাপ্তি এবং করোনাকালীন শিক্ষা বাজেট : ২০২১-২০২২’ শীর্ষক আলোচনায় এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে জাফরউল্লাহ চৌধুরী বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের পাশাপাশি ক্ষতিগ্রস্ত করেছে শিক্ষা খাতেরও। একপর্যায়ে তারেক রহমানকে নিয়ে সমালোচনা করলে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তিনি।

অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপির প্রধান নেতৃত্বের সমালোচনা করে বলেন, বিএনপির ক্ষমতায় আসারই ইচ্ছে নেই। ক্ষমতায় আসতে হলে ইচ্ছা, আগ্রহ থাকতে হবে।

এ সময় লন্ডনে অবস্থান করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে ডা. জাফরুল্লাহ বলেন, আজকে বিএনপি পরিচালিত হচ্ছে ওহি দিয়ে। সেই ওহি লন্ডন থেকে ভেসে আসে। এই সরকারের পতন ঘটাতে হলে, সবচেয়ে বেশি পরিবর্তন ঘটাতে হবে বিএনপির নিজের ঘরে। বলেন, সরকার যেভাবে খালেদা জিয়াকে জীবিত থেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তা হয়তো বিএনপির লোকেরা উপলব্ধি করতে পারে না। আমি বারেবারে বলেছি, খালেদা জিয়ার যদি মুক্তি চাও, তারেক তুমি দুই বছর চুপচাপ বসে থাকো। পারো তো বিলেতে লেখাপড়াতে যুক্ত হয়ে যাও, সেখানে বহুভাবে লেখাপড়া হয়।

এ সময় অনুষ্ঠানের দর্শক সারিতে দাঁড়িয়ে থাকা ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ওমর ফারুক কাওছার সালাম দিয়ে বলেন, স্যার, আসসালামু আলাইকুম। আপনি বিএনপির কে? আপনি বিএনপিকে নিয়ে উল্টা-পাল্টা কথা বলেন।

জবাবে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘না, কিছু না। ওই যে গণতন্ত্রে আমার বলার অধিকার আছে।’

ওমর ফারুক কাওছার বলেন, ‘আপনি আমাদের নেতাকে নিয়ে কথা বলবেন না। আর যদি কখনো কথা বলেন এবং পরবর্তীতে কিছু হলে আমরা কিন্তু দায়ী থাকব না।’ এ কথা বলার পর ছাত্রদলের নেতাকর্মীরা হলরুম ছেড়ে চলে যান।

পরে ওমর ফারুক কাওছারের প্রসঙ্গ টেনে ডা. জাফরুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, ‘ওখানে (আওয়ামী লীগে) তারা করছে এক ব্যক্তির বন্দনা। এখানেও কিছুক্ষণ আগে যে ঘটনা ঘটল, সেটাতেও এক ব্যক্তির বন্দনা। এভাবে এক ব্যক্তির বন্দনা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কণ্ঠস্বর রুদ্ধ করা যায় না, বিশেষ করে আমার মতো লোককে ভয় দেখিয়ে কণ্ঠ রোধ করা যায় না।

এসময় আলোচনায় উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা কোনো কথা বলেননি।

গোলটেবিল আলোচনা মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য রাখেন অধ্যাপিকা দিলারা চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।

ঢাকা/ইবিটাইমস/এমএন

জনপ্রিয়

ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তারেক রহমানের সমলোচনা করে তোপের মুখে ডা. জাফরউল্লাহ চৌধুরী

আপডেটের সময় ০৭:০৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১

ঢাকা: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমলোচনা করে বক্তব্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের একদল নেতাকর্মীর তোপের মুখে পড়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরউল্লাহ চৌধুরী। তারেক রহমানের দুই বছর চুপচাপ থাকা উচিত—এমন বক্তব্যের পর ছাত্রদল কর্মীরা তাকে হুমকি দেয়।

শনিবার (২৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে ‘শিক্ষায় প্রত্যাশা ও প্রাপ্তি এবং করোনাকালীন শিক্ষা বাজেট : ২০২১-২০২২’ শীর্ষক আলোচনায় এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে জাফরউল্লাহ চৌধুরী বলেন, বর্তমান সরকার গণতন্ত্রের পাশাপাশি ক্ষতিগ্রস্ত করেছে শিক্ষা খাতেরও। একপর্যায়ে তারেক রহমানকে নিয়ে সমালোচনা করলে উপস্থিত ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তিনি।

অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী বিএনপির প্রধান নেতৃত্বের সমালোচনা করে বলেন, বিএনপির ক্ষমতায় আসারই ইচ্ছে নেই। ক্ষমতায় আসতে হলে ইচ্ছা, আগ্রহ থাকতে হবে।

এ সময় লন্ডনে অবস্থান করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে ডা. জাফরুল্লাহ বলেন, আজকে বিএনপি পরিচালিত হচ্ছে ওহি দিয়ে। সেই ওহি লন্ডন থেকে ভেসে আসে। এই সরকারের পতন ঘটাতে হলে, সবচেয়ে বেশি পরিবর্তন ঘটাতে হবে বিএনপির নিজের ঘরে। বলেন, সরকার যেভাবে খালেদা জিয়াকে জীবিত থেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে তা হয়তো বিএনপির লোকেরা উপলব্ধি করতে পারে না। আমি বারেবারে বলেছি, খালেদা জিয়ার যদি মুক্তি চাও, তারেক তুমি দুই বছর চুপচাপ বসে থাকো। পারো তো বিলেতে লেখাপড়াতে যুক্ত হয়ে যাও, সেখানে বহুভাবে লেখাপড়া হয়।

এ সময় অনুষ্ঠানের দর্শক সারিতে দাঁড়িয়ে থাকা ছাত্রদলের কেন্দ্রীয় নেতা ওমর ফারুক কাওছার সালাম দিয়ে বলেন, স্যার, আসসালামু আলাইকুম। আপনি বিএনপির কে? আপনি বিএনপিকে নিয়ে উল্টা-পাল্টা কথা বলেন।

জবাবে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘না, কিছু না। ওই যে গণতন্ত্রে আমার বলার অধিকার আছে।’

ওমর ফারুক কাওছার বলেন, ‘আপনি আমাদের নেতাকে নিয়ে কথা বলবেন না। আর যদি কখনো কথা বলেন এবং পরবর্তীতে কিছু হলে আমরা কিন্তু দায়ী থাকব না।’ এ কথা বলার পর ছাত্রদলের নেতাকর্মীরা হলরুম ছেড়ে চলে যান।

পরে ওমর ফারুক কাওছারের প্রসঙ্গ টেনে ডা. জাফরুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, ‘ওখানে (আওয়ামী লীগে) তারা করছে এক ব্যক্তির বন্দনা। এখানেও কিছুক্ষণ আগে যে ঘটনা ঘটল, সেটাতেও এক ব্যক্তির বন্দনা। এভাবে এক ব্যক্তির বন্দনা জাতিকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কণ্ঠস্বর রুদ্ধ করা যায় না, বিশেষ করে আমার মতো লোককে ভয় দেখিয়ে কণ্ঠ রোধ করা যায় না।

এসময় আলোচনায় উপস্থিত বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা কোনো কথা বলেননি।

গোলটেবিল আলোচনা মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় আরও বক্তব্য রাখেন অধ্যাপিকা দিলারা চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহামুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।

ঢাকা/ইবিটাইমস/এমএন