হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী বাজার সংলগ্ন ব্রিজে বাস দুর্ঘটনায় ৫ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদশী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে আসা শুভ পরিবহন(ঢাকা মেট্রো-ব ১১-৫৬২২-) বাসটি পুটিজুরী বাজার সংলগ্ন ব্রিজে নিয়ন্ত্রন হারিয়ে রেলিঙে আঘাত করে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এসময় শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র শাকিল আহমেদ(১৩), বাস হেলপার শুভ মিয়া(১৫) সহ ৫ জন আহত হয়।
দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় শাকিল আহমেদ ও শুভ মিয়াকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে তাদের অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত চিকিৎসক শাকিল আহমেদ ও শুভ মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
দুর্ঘটনায় কবলিত বাসটি বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের এএস আই আবু জাফর।
মোতাব্বির কাজল/ইবিটাইমস/আরএন