লেবানন প্রতিনিধি: লেবাননে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের বেশিরভাগের কাছেই নেই পাসপোর্ট কিংবা এর ফটোকপি। কারো পাসপোর্ট হারিয়ে গেছে, কারো লেবানিজ প্রতিষ্ঠানের মালিকের হেফাজতে রয়েছে গেছে। অনেকের পাসপোর্ট নম্বর পর্যন্ত জানা নেই।
পাসপোর্ট না থাকার কারণে এতোদিন সাধারণ ক্ষমার মাধ্যমে তাদের দেশে ফেরা সম্ভব হয়নি। এবার তাদের জন্য সুযোগ দিচ্ছে বাংলাদেশ দূতাবাস। ফলে পাসপোর্ট নম্বরবিহীন প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধন শুরু হয়েছে।
রোববার বৈরুতের আল আনসার স্টেডিয়ামে দূতাবাসের উদ্যোগে তাদের নাম নিবন্ধন শুরু হয়েছে। প্রথম দিনে প্রায় তিন শতাধিক পাসপোর্ট নম্বরবিহীন বাংলাদেশি নিবন্ধন করেছেন।
এ দিকে দূতাবাস জানিয়েছে সোমবার থেকে পাসপোর্ট বিহীনদের বাংলাদেশিদের নিবন্ধন কার্যক্রম আল-আনসার স্টেডিয়ামের পরিবর্তে দূতাবাসে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান ও শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুনসহ দূতাবাসের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
ছবি, জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপির সঙ্গে লেবানন সরকার নির্ধারিত জরিমানা বাবদ ৬ লাখ ৫০ হাজার লেবানিজ পাউন্ড জমা দিয়ে নিবন্ধন করতে হচ্ছে।
শ্রম সচিব জানিয়েছেন, লেবাননের জেনারেল সিকিউরিটি এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ছাড়পত্র পাওয়ার পর আবেদনকারী বাংলাদেশি কর্মীদের দেশে পাঠানো হবে। তাদের শুধু উড়োজাহাজের টিকিটের টাকা পরিশোধ করতে হবে।
আগামী ২৫ জুন পর্যন্ত পাসপোর্ট বিহীন বাংলাদেশিদের নাম নিবন্ধনের এই বিশেষ কর্মসূচি চলবে।
লেবানন/ইবিটাইমস/এমএন