ভিয়েনা ০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নিজেদের তৈরি প্রথম টিকা অনুমোদন দিলো ইরান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৫৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
  • ২০ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের উদ্ভাবিত করোনাভাইরাসের প্রথম টিকা “কোভইরান” জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ইরান।

সোমবার ইরানের স্বাস্থ্যমন্ত্রী সায়িদ নামাকি বলেন, ইরানি ভ্যাকসিন কোভইরান ব্যবহারের অনুমতি পাওয়া গেছে। দেশটির ফার্মাসিউটিক্যাল কোম্পানি শিফাফার্মড এই টিকা উদ্ভাবন করেছে। টিকাটির নিরাপত্তা ও কার্যকারিতার পরীক্ষা শুরু হয় গত ডিসেম্বরে।

এছাড়া কিউবার সঙ্গে মিলে আরও একটি টিকা প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছে ইরান। স্বাস্থ্যমন্ত্রী নামাকি জানান নতুন এই টিকাটি আগামী সপ্তাহে টিকাদান কর্মসূচিতে যুক্ত হতে পারে।

এদিকে, করোনাভাইরাসের মহামারিতে মারাত্মকভাবে আক্রান্ত হলেও মার্কিন নিষেধাজ্ঞা থাকায় টিকা আমদানিতে বাধার মুখে পড়ে ইরান। নিষেধাজ্ঞা এড়িয়ে সামান্য পরিমাণ টিকা আমদানিতে সক্ষম হয়েছে দেশটি। এছাড়া টিকা সংগ্রহের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমেও টিকা সংগ্রহের চেষ্টা চালাচ্ছে তেহরান।

ডেস্ক/ইবিটাইমস/এমএন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিজেদের তৈরি প্রথম টিকা অনুমোদন দিলো ইরান

আপডেটের সময় ০৩:৫৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১

আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের উদ্ভাবিত করোনাভাইরাসের প্রথম টিকা “কোভইরান” জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ইরান।

সোমবার ইরানের স্বাস্থ্যমন্ত্রী সায়িদ নামাকি বলেন, ইরানি ভ্যাকসিন কোভইরান ব্যবহারের অনুমতি পাওয়া গেছে। দেশটির ফার্মাসিউটিক্যাল কোম্পানি শিফাফার্মড এই টিকা উদ্ভাবন করেছে। টিকাটির নিরাপত্তা ও কার্যকারিতার পরীক্ষা শুরু হয় গত ডিসেম্বরে।

এছাড়া কিউবার সঙ্গে মিলে আরও একটি টিকা প্রস্তুতের কাজ চালিয়ে যাচ্ছে ইরান। স্বাস্থ্যমন্ত্রী নামাকি জানান নতুন এই টিকাটি আগামী সপ্তাহে টিকাদান কর্মসূচিতে যুক্ত হতে পারে।

এদিকে, করোনাভাইরাসের মহামারিতে মারাত্মকভাবে আক্রান্ত হলেও মার্কিন নিষেধাজ্ঞা থাকায় টিকা আমদানিতে বাধার মুখে পড়ে ইরান। নিষেধাজ্ঞা এড়িয়ে সামান্য পরিমাণ টিকা আমদানিতে সক্ষম হয়েছে দেশটি। এছাড়া টিকা সংগ্রহের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমেও টিকা সংগ্রহের চেষ্টা চালাচ্ছে তেহরান।

ডেস্ক/ইবিটাইমস/এমএন