ঢাকা: বুধবার (২জুন) সচিবালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভার দেশে চলমান অনলাইন ব্যবসা নিয়ে আলোচনা হয়। ব্যবসার নামে মানুষের সঙ্গে প্রতারণার সুযোগ রয়েছে বরে মনে কের কমিটি।
সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক জানান, অনলাইন ব্যবসা ও কার্যক্রম নজরদারি করবে সরকার। তিনি বলেন, লাখ টাকার পণ্য কীভাবে অর্ধেক দামে দেয় তা বোধগম্য নয়। বিসয়টি খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, ই-কমার্স ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হবে। যাতে জবাবদিহিতা থাকে। কারণ, আমরা অনলাইন ব্যবসায়ীদের নিয়ে উদ্বিগ্ন। অফারের নামে প্রতারণার নানা অভিযোগ আসছে। যে পণ্যটির দাম দেড় লাখ টাকা সেটা ৮০ হাজার টাকায় কীভাবে দেয়। ব্যাংক থেকে ঋণ নিয়ে লিজিং কোম্পানিগুলো কীভাবে উচ্চহারে সুদ দেয় সেগুলো খতিয়ে দেখতে এবং নজরদারি করতে বলা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। অস্বাভাবিক প্রচারণা ও বিজ্ঞাপন দিয়ে যাতে মানুষকে ঠকাতে না পারে সেজন্য তাদের বিরুদ্ধে কি আইনি ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়ে আইন মন্ত্রণালয়ের কাছে পরামর্শ চাওয়া হয়েছে বলেও জানান তিনি।
মন্ত্রী বলেন, এরইমধ্যে বাংলাদেশে ভ্যাটের আওতায় আন্তর্জাতিক ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠান আমাজন রেজিস্ট্রেশন করেছে। অন্য ই-কমার্স ব্যবসায়ীরাও যাতে রেজিস্ট্রেশন করে ব্যবসা করে সেটা আমরা চাই। সবকিছু জবাবদিহিতার মধ্যে থাকুক। আইনের মধ্যে থেকে কাজ করুক।
মন্ত্রী বলেন, বাংলাদেশে ইউটিউবের কোনও অফিস নেই। সেজন্য ইউটিউব কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে। তাহলে আমরা আমাদের অভিযোগ তাদের কাছে জানোতে পারব।
ঢাকা/ইবিটাইমস/এমএন