ভিয়েনা ০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে কৃষি জমিতে পাওয়া গ্রেনেড নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৪৬ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কৃষি জমিতে পাওয়া একটি টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড নিরাপদভাবে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল দল। ঘটনাটি ঘটে বানিয়াচং উপজেলা সদরের ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছিলাপাঞ্জা মহল্লায়।

প্রবাসী মহিবুর মিয়ার কৃষি জমিতে বাউন্ডারির কাজ করার সময় বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শ্রমিকরা মাটির নিচ থেকে একটি (CCS-60C) মডেলের TEAR GAS হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বানিয়াচং থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এলাকাটি নিরাপত্তার জন্য ঘিরে ফেলা হয় এবং গ্রেনেডটি নিরাপদ স্থানে রেখে পুলিশ ও গ্রাম পুলিশ পাহারায় রাখে। পরে বিষয়টি পুলিশ সুপার এবং সিলেট সেনা অধিদপ্তরকে অবহিত করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়। বিএ-১০৯৭৫ ক্যাপ্টেন নাদিয়া আফরিন মনি, অ্যামুনিশন টেকনিশিয়ান অফিসার (এটিও), সদর দপ্তর ১৭ পদাতিক ডিভিশনের নেতৃত্বে কর্পোরাল মশিউর রহমানের অধীন একদল বোম ডিসপোজাল সদস্য ১২ ইঞ্জিনিয়ার ১৩ ইবি হবিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের সহায়তায় গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন।

পাড়াগাঁও মহল্লার সামনে ছামির আলী অটো রাইস মিল সংলগ্ন হাওরের ধানি জমির পাশে একটি পুকুরপাড়ের ফাঁকা মাঠে মাটির নিচে গর্ত করে গ্রেনেডটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়।

এ সময় ঘটনাস্থলে শিশু থেকে শুরু করে শত শত নারী-পুরুষ ভিড় জমায়। নিরাপত্তার স্বার্থে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
গ্রেনেড উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়। পুরো উপজেলায় ঘটনাটি আলোচনার কেন্দ্রে পরিণত হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে কৃষি জমিতে পাওয়া গ্রেনেড নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

আপডেটের সময় ০৩:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় কৃষি জমিতে পাওয়া একটি টিয়ার গ্যাস হ্যান্ড গ্রেনেড নিরাপদভাবে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোম ডিসপোজাল দল। ঘটনাটি ঘটে বানিয়াচং উপজেলা সদরের ৩ নম্বর দক্ষিণ-পূর্ব ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছিলাপাঞ্জা মহল্লায়।

প্রবাসী মহিবুর মিয়ার কৃষি জমিতে বাউন্ডারির কাজ করার সময় বুধবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শ্রমিকরা মাটির নিচ থেকে একটি (CCS-60C) মডেলের TEAR GAS হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেন।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বানিয়াচং থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এলাকাটি নিরাপত্তার জন্য ঘিরে ফেলা হয় এবং গ্রেনেডটি নিরাপদ স্থানে রেখে পুলিশ ও গ্রাম পুলিশ পাহারায় রাখে। পরে বিষয়টি পুলিশ সুপার এবং সিলেট সেনা অধিদপ্তরকে অবহিত করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়। বিএ-১০৯৭৫ ক্যাপ্টেন নাদিয়া আফরিন মনি, অ্যামুনিশন টেকনিশিয়ান অফিসার (এটিও), সদর দপ্তর ১৭ পদাতিক ডিভিশনের নেতৃত্বে কর্পোরাল মশিউর রহমানের অধীন একদল বোম ডিসপোজাল সদস্য ১২ ইঞ্জিনিয়ার ১৩ ইবি হবিগঞ্জ সদর আর্মি ক্যাম্পের সহায়তায় গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন।

পাড়াগাঁও মহল্লার সামনে ছামির আলী অটো রাইস মিল সংলগ্ন হাওরের ধানি জমির পাশে একটি পুকুরপাড়ের ফাঁকা মাঠে মাটির নিচে গর্ত করে গ্রেনেডটি নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়।

এ সময় ঘটনাস্থলে শিশু থেকে শুরু করে শত শত নারী-পুরুষ ভিড় জমায়। নিরাপত্তার স্বার্থে থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
গ্রেনেড উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়। পুরো উপজেলায় ঘটনাটি আলোচনার কেন্দ্রে পরিণত হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস