ইবিটাইমস ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোনো কোনো দলের নেতারা উসকানি দিয়ে নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার চেষ্টা করছে, বিএনপি সেই উসকানিতে পা দেবে না। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ঢাকা-৮ আসনে কেউ মব তৈরি করার চেষ্টা করলে জনগণ ছাড় দেবে না। এসময় তিনি প্রশ্ন করেন, আমি অপরাধ করেছি নির্বাচনে দাঁড়িয়ে?
তিনি আরও বলেন, আমি তো নির্বাচন আজকে থেকে করি না। এ পর্যন্ত পাঁচ-ছয়বার প্রতিদ্বন্দ্বিতা করেছি। এর আগেও বহু ঘটনা ঘটেছে, ওগুলাকে কোনো বিষয় মনে করি নাই। যারা একান্তই দুর্বল প্রার্থী, তারা সবল প্রার্থীর বিরুদ্ধে এসব কথা বলবেই।
বিএনপির এই নেতার আরও বলেন, ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে ভেসে আসি নাই। যা ইচ্ছা তাই করে ফেলবে তা সম্ভব না। চেষ্টা করতে পারে, তবে এর দায়-দায়িত্ব তাদের বহন করতে হবে।
ঢাকা/এসএস

















