ইবিটাইমস ডেস্ক : সিরিয়ার সরকারি বাহিনী আলেপ্পোর সেনাবাহিনীর দখলে যাওয়া শেষ জেলা থেকে ৪ শতাধিক কুর্দি যোদ্ধাকে সরিয়ে নিয়েছে। এছাড়া ৩০০ কুর্দিকে আটক করেছে বলে রোববার জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
আলেপ্পো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা এএফপি’কে বলেন, ৩৬০ জন যোদ্ধা এবং ৫৯ জনের বেশি আহতকে শেখ মাকসুদ এলাকা থেকে উত্তর-পূর্বাঞ্চলে কুর্দিদের স্বায়ত্তশাসিত অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ আরো ৩০০ কুর্দিকে আটক করা হয়েছে।
এএফপি’র একজন সংবাদদাতা সরেজমিনে দেখেন, শেখ মাকসুদ এলাকা থেকে সরকারি বাহিনীর পাহারায় কুর্দি পুরুষদের বহনকারী বাসগুলো রাতের বেলায় বের হয়ে যাচ্ছে।
ঢাকা/এসএস




















