ভিয়েনা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ জানুয়ারী ২০২৬, ২৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

মনোনয়ন বৈধ হওয়ার পরই দুর্ঘটনাস্থলে টুকু : ব্রিজ মেরামত ও চর উন্নয়নের আশ্বাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৪:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৫৮ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র বৈধ ঘোষণার পরপরই সড়ক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু।

নিজের মনোনয়ন বৈধ ঘোষণার পর সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দীর্ঘদিন পর দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দেবেন।

এখন পর্যন্ত প্রশাসনের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা জরুরি। প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখবে, এটাই জনগণের প্রত্যাশা।

গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে টুকু আরও বলেন, জনগণ সুযোগ দিলে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোরগ্যাংমুক্ত করে একটি নিরাপদ টাঙ্গাইল গড়ে তোলা হবে।

এরপর শনিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের অমরপুর এলাকায় সাইড দিতে গিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান সুলতান সালাউদ্দিন টুকু। তিনি উদ্ধার কার্যক্রমের খোঁজখবর নেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে তিনি লক্ষ্য করেন, বাসটি খাদে পড়ে গেলেও মহান আল্লাহর অশেষ রহমতে কোনো প্রাণহানি বা বড় ধরনের শারীরিক ক্ষয়ক্ষতি হয়নি। এ জন্য তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

দুর্ঘটনাস্থলে থাকা ভঙ্গুর ব্রিজের বিষয়ে তিনি জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করার জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

চরাঞ্চলের মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন,“তীব্র শীতের এই মৌসুমে চরবাসীর যাতায়াতে যেসব সমস্যা রয়েছে, ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই সেগুলোর স্থায়ী সমাধান করা হবে।”

তিনি আরও বলেন, জনগণের যেকোনো দুর্ভোগে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের নেতাকর্মীরা সর্বদা জনগণের সঙ্গে থেকে কাজ করে যাবে।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, হুগরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মোল্লা, বাঘিল ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেন, কাকুয়া ইউনিয়ন যুবদল সভাপতি স্বপন মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তব্যের শেষাংশে তিনি চরবাসীর জীবনমান উন্নয়ন ও অবকাঠামোগত সমস্যার স্থায়ী সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে শনিবার বেলা সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মনোনয়ন বৈধ হওয়ার পরই দুর্ঘটনাস্থলে টুকু : ব্রিজ মেরামত ও চর উন্নয়নের আশ্বাস

আপডেটের সময় ০১:১৪:২৯ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপত্র বৈধ ঘোষণার পরপরই সড়ক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক আলহাজ্ব সুলতান সালাউদ্দিন টুকু।

নিজের মনোনয়ন বৈধ ঘোষণার পর সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দীর্ঘদিন পর দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার উৎসবমুখর পরিবেশে জনগণ ভোট দেবেন।

এখন পর্যন্ত প্রশাসনের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা জরুরি। প্রশাসন সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখবে, এটাই জনগণের প্রত্যাশা।

গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে টুকু আরও বলেন, জনগণ সুযোগ দিলে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোরগ্যাংমুক্ত করে একটি নিরাপদ টাঙ্গাইল গড়ে তোলা হবে।

এরপর শনিবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের অমরপুর এলাকায় সাইড দিতে গিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান সুলতান সালাউদ্দিন টুকু। তিনি উদ্ধার কার্যক্রমের খোঁজখবর নেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

পরিদর্শনকালে তিনি লক্ষ্য করেন, বাসটি খাদে পড়ে গেলেও মহান আল্লাহর অশেষ রহমতে কোনো প্রাণহানি বা বড় ধরনের শারীরিক ক্ষয়ক্ষতি হয়নি। এ জন্য তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

দুর্ঘটনাস্থলে থাকা ভঙ্গুর ব্রিজের বিষয়ে তিনি জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি সংস্কার করে যান চলাচলের উপযোগী করার জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

চরাঞ্চলের মানুষের দুর্ভোগের কথা উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন,“তীব্র শীতের এই মৌসুমে চরবাসীর যাতায়াতে যেসব সমস্যা রয়েছে, ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই সেগুলোর স্থায়ী সমাধান করা হবে।”

তিনি আরও বলেন, জনগণের যেকোনো দুর্ভোগে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের নেতাকর্মীরা সর্বদা জনগণের সঙ্গে থেকে কাজ করে যাবে।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, হুগরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মোল্লা, বাঘিল ইউনিয়ন বিএনপির সভাপতি সরোয়ার হোসেন, কাকুয়া ইউনিয়ন যুবদল সভাপতি স্বপন মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তব্যের শেষাংশে তিনি চরবাসীর জীবনমান উন্নয়ন ও অবকাঠামোগত সমস্যার স্থায়ী সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে শনিবার বেলা সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস