জাহিদ দুলাল. ভোলা দক্ষিণ : বাংলাদেশের আপোষহীন নেত্রী ও সাবেক সফল প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ভোলার লালমোহনে দোয়া ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চতলা বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ধলীগৌরনগর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি মো. তামিম মহাজনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. সফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আলাউদ্দিন ইলিয়াসসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















