জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে (সোমবার ২৯ ডিসেম্বর) ভোলা-৩ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৬ জন। এর মধ্যে সোমবার বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ও জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী (ফুলকপি) নিজামুল হক নাঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) প্রার্থী মাওলানা মোসলেউদ্দিন, জাতীয় পার্টি (নাঙ্গল) প্রার্থী মাওলানা কামাল উদ্দিন, গণঅধিকার পরিষদ (ট্রাক) প্রার্থী আতিকুর রহমান আবু তৈয়ব ও স্বতন্ত্র প্রার্থী এডভোকেট রহমত উল্যাহ সেলিম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
শেষ সময়ে সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটে এই ৫ জন প্রার্থী নিজে এবং প্রস্তাবকারী ও সমর্থণকারীগণ উপস্থিত হয়ে সহকারী রিটানিং কর্মকর্তা ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
এর আগে রবিবার বিকেলে বিএনপির (ধানের শীষ) প্রার্থী মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ মনোনয়ন পত্র জমা দেন। এনিয়ে ভোলা-৩ আসন থেকে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। মো. জহিরুল ইমলাম নামে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়নি। মনোনয়নপত্র জমা না দেয়ার ব্যাপারে তিনি জানান, সময় অনেক কম ছিলো এজন্য আমি জমা দিতে পারিনি এবং আমি সাংবাদিকদের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আবেদন করেছি যেন সময় আরো বৃদ্ধি করে।
লালমোহন উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ জানান, ভোলা-৩ আসন থেকে লালমোহনে মোট ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র ক্রয় করেছেন ৭ জন প্রার্থী। একজন প্রার্থী নির্র্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়নপত্র জাম দেয়নি। এছাড়া তিনি আরো জানান, নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে সকল প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস






















