বাঁধন রায়, ঝালকাঠি : মহান বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমী মিলনাতয়নে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডদের সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় অনুষ্ঠিত এই সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মোমিন উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সাজন ডা. মোহাম্নদ হুমায়ন কবীর, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফা কামাল মন্টু, জেলা বিএনপির সদস্য এ্যাড. শাহাদাত হোসেন, জেলা জামায়তের আমীর এ্যাড. হাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুপ্তা মেহেনাজ।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মো: কাওসার হোসেন ।
অন্যদের মধ্যে ব্যক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান ব্যারিস্টার জাকারিয়া ও এ্যাড: মাহাবুর রহমান খান ।
সভায় মুক্তিযোদ্ধাদের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা দিয়ে সংর্বধনা প্রদান করা হয়েছে ।
প্রধান অতিথির ব্যক্তব্য জেলা প্রশাসক বলেন, মুক্তিযোদ্ধা দেশকে স্বাধীন করার কারণেই আজ এই স্বাধীন বাংলাদেশে আজ তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার হয়েছেন। ন্যায় ভিত্তিক সমাজ অর্থনৈতিক মুক্তি বৈষম্যরোধ করার মতো ইস্যুকে কেন্দ্র করেই মুক্তিযুদ্ধ হয়েছে । কিন্তু স্বাধীনতার দীর্ঘ সময়ের মধ্যে ও মানুষের কাছে এই সুফল পাইনি। তবে যে কোন মূল্যেই তাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে ।
ঢাকা/ইবিটাইমস/এসএস





















