বাঁধন রায়, ঝালকাঠি : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠিতে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে স্বাধীনতার বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে সূর্যদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করবেন জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার বিভিন্ন রাজনৈতিক দল,জেলা পরিষদ, পৌরসভা, প্রেসক্লাব,সাংবাদিক ইউনিয়ন, সহ সামাজিক সাংস্কৃতিক সংগঠন।
এর আগে সূর্যোদ্বয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। সকাল ৯ টায় স্থানীয় পৌর মিনি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন জেলা প্রশাসক মো. মোমিন উদ্দিন।
এছাড়াও দিনভর কর্মসূচির মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধুলা, আলোচনা সভা, শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রঙ্কনসহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। এছাড়া দিনব্যাপী যথাযোগ্য মর্যাদায় দিবসটি উৎযাপনের লক্ষে জেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।
ঢাকা/ইবিটাইমস/এসএস





















