ভিয়েনা ০৯:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৮০ মিটার গভীর খাদে শিক্ষার্থীদের বহনকারী বাস, নিহত ১৭ হাদিকে নিতে ঢাকায় সিঙ্গাপুরের এয়ার অ্যাম্বুলেন্স অস্ট্রেলিয়ার সিডনিতে এলোপাথাড়ি গুলিতে নিহত ১০,আহত ১২ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে হাদিকে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করল ইসি সব রাজনৈতিক দলেকে নিরাপত্তা প্রটোকল দেবে অন্তর্বর্তী সরকার: প্রেস উইং ইঞ্জিন বিকল হওয়ার পর টোকিওগামী ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানের ওয়াশিংটনে জরুরি অবতরণ টাঙ্গাইলের মাভাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত দিনমজুরের অসুস্থ স্ত্রী ইয়ানুর বেগম বাঁচতে চান হাদীকে বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে : চিকিৎসক

৮০ মিটার গভীর খাদে শিক্ষার্থীদের বহনকারী বাস, নিহত ১৭

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা অ্যান্টিকুয়েনোর উপকণ্ঠে একটি স্কুল বাস খাদে পড়ে প্রাণহানির শিকার হয়েছে অন্তত ১৭ জন। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ২০ জন। খবর, রয়টার্সের।
রোববার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর পৌনে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে স্থানীয় গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেনদন বলেন, বাসটি ক্যারিবিয়ান শহর টোলু থেকে মেদেলিনের দিকে যাচ্ছিল। শিক্ষা সফরের অংশ হিসেবে অ্যান্টিওকুইনো হাইস্কুলের শিক্ষার্থীর সমুদ্র ভ্রমণে গিয়েছিল।
তিনি আরও জানান, বাসটি রাস্তা থেকে পাহাড়ের খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। ডিসেম্বরের এই সময়ে পুরো কমিউনিটির জন্য এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।

প্রশাসন জানায়, অ্যান্টিকুয়েনো হাই স্কুলের শিক্ষার্থীরা ছিল দুর্ঘটনার শিকার বাসটিতে। টলুর সমুদ্রতীরে গ্র্যাজুয়েশন উদযাপন করতে গিয়েছিল তারা। সেখান থেকে মেডেলিনের দিকে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ৪৫ জন যাত্রী ছিল। তাদের নিয়ে প্রায় ৮০ মিটার গভীর একটি খাদে পড়ে যায় সেটি। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্রমণটি প্রতিষ্ঠানের কোনো আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ ছিল না। শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই এর আয়োজন করেছিল।

উল্লেখ্য, তদন্ত শুরু হলেও এখনও দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। দেশটির সড়ক কর্তৃপক্ষের তথ্যানুযায়ী গত বছর কলম্বিয়ায় গড়ে প্রতিদিন ২২ জন সড়ক দুর্ঘটনায় মারা যান।
ঢাকা/এসএস

Tag :
জনপ্রিয়

৮০ মিটার গভীর খাদে শিক্ষার্থীদের বহনকারী বাস, নিহত ১৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

৮০ মিটার গভীর খাদে শিক্ষার্থীদের বহনকারী বাস, নিহত ১৭

আপডেটের সময় ০৮:২৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

ইবিটাইমস ডেস্ক : কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা অ্যান্টিকুয়েনোর উপকণ্ঠে একটি স্কুল বাস খাদে পড়ে প্রাণহানির শিকার হয়েছে অন্তত ১৭ জন। এ ঘটনায় আহত হয়েছে আরও কমপক্ষে ২০ জন। খবর, রয়টার্সের।
রোববার (১৪ ডিসেম্বর) স্থানীয় সময় ভোর পৌনে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে স্থানীয় গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেনদন বলেন, বাসটি ক্যারিবিয়ান শহর টোলু থেকে মেদেলিনের দিকে যাচ্ছিল। শিক্ষা সফরের অংশ হিসেবে অ্যান্টিওকুইনো হাইস্কুলের শিক্ষার্থীর সমুদ্র ভ্রমণে গিয়েছিল।
তিনি আরও জানান, বাসটি রাস্তা থেকে পাহাড়ের খাদে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে। ডিসেম্বরের এই সময়ে পুরো কমিউনিটির জন্য এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।

প্রশাসন জানায়, অ্যান্টিকুয়েনো হাই স্কুলের শিক্ষার্থীরা ছিল দুর্ঘটনার শিকার বাসটিতে। টলুর সমুদ্রতীরে গ্র্যাজুয়েশন উদযাপন করতে গিয়েছিল তারা। সেখান থেকে মেডেলিনের দিকে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে ৪৫ জন যাত্রী ছিল। তাদের নিয়ে প্রায় ৮০ মিটার গভীর একটি খাদে পড়ে যায় সেটি। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্রমণটি প্রতিষ্ঠানের কোনো আনুষ্ঠানিক কার্যক্রমের অংশ ছিল না। শিক্ষার্থীরা নিজ উদ্যোগেই এর আয়োজন করেছিল।

উল্লেখ্য, তদন্ত শুরু হলেও এখনও দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। দেশটির সড়ক কর্তৃপক্ষের তথ্যানুযায়ী গত বছর কলম্বিয়ায় গড়ে প্রতিদিন ২২ জন সড়ক দুর্ঘটনায় মারা যান।
ঢাকা/এসএস