বাঁধন রায়, ঝালকাঠি : রাজধানীর মোহাম্মদপুরে ঘটে যাওয়া আলোচিত জোড়াখুনের ঘটনায় জড়িত সন্দেহে গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার এই মামলার তদন্তকারী কর্মকতা এস আই শহীদউল্লাহ ওসমান
মাসুম।
নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কয়ারচর এলাকা থেকে রাব্বীর স্ত্রী আয়শাকে(২৩) গ্রেফতার করা হয় । তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয় । এ সময় তার স্বামী রাব্বীকেও পুলিশ গ্রেপ্তার করেছে। এছাড়া তাদের কাছ থেকে একটি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি)জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন । গত (৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডের ১৪ তলা একটি আবাসিক ভবনের সপ্তম তলায় লায়লা আফরোজ (৪৮) ও তার মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা লাওয়াল বিনতে আজিয়াকে (১৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়। গতকাল মঙ্গলবার
তাদের মরদেহ নাটোরে দাফন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপ-পুলিশ কমিশনার জানান, ঘটনার পর গৃহকমী আয়েশা পলাতক ছিলেন। পরে শনাক্ত করে ঝালকাঠি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় মোহাম্মদপুর থানার মামলা দায়ের হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস





















