ভিয়েনা ০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎‎

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ৫৪ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : ‎ঝালকাঠিতে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমানের সঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, শান্তিপূর্ণ নির্বাচন ও রাজনৈতিক সম্প্রীতি রক্ষার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

‎ঝালকাঠি জেলার ইতিহাস-ঐতিহ্য, কৃষি, পরিবেশ, সম্ভাবনা এবং উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন সহকারী কমিশনার তামান্না ইয়াসমিন মেরিনা। উপস্থাপনায় জেলার সামাজিক-অর্থনৈতিক অবস্থা, প্রকৃতির বৈশিষ্ট্য, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন সমস্যার তথ্যচিত্র তুলে ধরা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান। সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, জেলা বিএনপি আহ্বায়ক ও জিপি এডভোকেট সৈয়দ হোসেন, জেলা জামায়াতে ইসলামী আমির এডভোকেট খান হাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেন, এনসিপি জেলা সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না, , অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও ঝালকাঠি প্রেসক্লাব সাধারণ সম্পাদক এডভোকেট মো. আককাস সিকদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল মন্টু এবং সনাক-টিআইবি ঝালকাঠির সভাপতি সত্যবান সেন গুপ্তসহ সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক-সামাজিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা।
‎মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ঝালকাঠি কৃষি, নদী ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি সম্ভাবনাময় জেলা। এই সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে অর্থনীতি এগিয়ে নিতে সরকারি-বেসরকারি সব মহলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি প্রযুক্তিভিত্তিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন, যুব সমাজের উদ্যোক্তা তৈরির উদ্যোগ এবং স্থানীয় সমস্যার উদ্ভাবনী সমাধানের ওপর গুরত্ব দেন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহযোগিতা, সহিংসতা পরিহার এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি প্রশাসনকে নিরপেক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে নির্দেশনা দেন। উন্নয়ন, সুশাসন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে তিনি সকল মহলের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
ছবি ৩: ঝালকাঠিতে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা – ৯-১২-২০২৫
ঝালকাঠির কাঠালিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন ॥
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎‎

আপডেটের সময় ১০:৫৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

বাঁধন রায়, ঝালকাঠি : ‎ঝালকাঠিতে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমানের সঙ্গে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম, শান্তিপূর্ণ নির্বাচন ও রাজনৈতিক সম্প্রীতি রক্ষার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

‎ঝালকাঠি জেলার ইতিহাস-ঐতিহ্য, কৃষি, পরিবেশ, সম্ভাবনা এবং উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে মাল্টিমিডিয়া উপস্থাপনা করেন সহকারী কমিশনার তামান্না ইয়াসমিন মেরিনা। উপস্থাপনায় জেলার সামাজিক-অর্থনৈতিক অবস্থা, প্রকৃতির বৈশিষ্ট্য, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন সমস্যার তথ্যচিত্র তুলে ধরা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান। সভাপতিত্ব ও সঞ্চালনা করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, জেলা বিএনপি আহ্বায়ক ও জিপি এডভোকেট সৈয়দ হোসেন, জেলা জামায়াতে ইসলামী আমির এডভোকেট খান হাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেন, এনসিপি জেলা সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না, , অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও ঝালকাঠি প্রেসক্লাব সাধারণ সম্পাদক এডভোকেট মো. আককাস সিকদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তফা কামাল মন্টু এবং সনাক-টিআইবি ঝালকাঠির সভাপতি সত্যবান সেন গুপ্তসহ সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক-সামাজিক ব্যক্তিত্ব ও সাংবাদিকরা।
‎মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ঝালকাঠি কৃষি, নদী ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি সম্ভাবনাময় জেলা। এই সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে অর্থনীতি এগিয়ে নিতে সরকারি-বেসরকারি সব মহলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি প্রযুক্তিভিত্তিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন, যুব সমাজের উদ্যোক্তা তৈরির উদ্যোগ এবং স্থানীয় সমস্যার উদ্ভাবনী সমাধানের ওপর গুরত্ব দেন। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে তিনি রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহযোগিতা, সহিংসতা পরিহার এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান। পাশাপাশি প্রশাসনকে নিরপেক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে নির্দেশনা দেন। উন্নয়ন, সুশাসন ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে তিনি সকল মহলের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
ছবি ৩: ঝালকাঠিতে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমানের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা – ৯-১২-২০২৫
ঝালকাঠির কাঠালিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন ॥
ঢাকা/ইবিটাইমস/এসএস