গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে ভূমধ্যসাগরে অনিয়মিত অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৮ অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন
ইউরোপ ডেস্কঃ সোমবার (৮ ডিসেম্বর) বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এতথ্য জানিয়েছে। গণমাধ্যম গ্রিক কর্তৃপক্ষের তথ্যসূত্রে জানায়,ঘটনাটি ঘটে গত শনিবার (৬ ডিসেম্বর)।
এই নৌকাডুবির ঘটনায় দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নৌকায় থাকা ওই অভিবাসনপ্রত্যাশীরা কোন দেশের নাগরিক সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
গ্রিসের রাষ্ট্রীয় টেলিভিশন ইআরটি জানায়, তুরস্কের একটি বাণিজ্যিক জাহাজ ওই অঞ্চল দিয়ে যাওয়ার সময় সাগরে ভাসমান নৌকাটি দেখতে পেয়ে গ্রিক কর্তৃপক্ষকে খবর দেয়। খবর পেয়ে হেলিকপ্টার নিয়ে গ্রিসের সমুদ্ররক্ষী এবং ফ্রন্টেক্স সদস্যরা উদ্ধার কাজে এগিয়ে যায়।
স্থানীয় মেয়র মানোলিস ফ্রাংগোলিস সাংবাদিকদের জানান, নিহতরা সবাই বয়সে তরুণ।.তিনি আরও জানান, রাবারের নৌকাটির দুই পাশ চুপসে গিয়েছিল। আর তাই অভিবাসনপ্রত্যাশীরা গাদাগাদি করে নৌকায় অবস্থান করছিলেন।
এদিকে গ্রিসের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়, ধারণা করা হচ্ছে দীর্ঘ যাত্রা পথে পানিশূন্যতায় ওই অনিয়মিত অভিবাসীরা মারা যান।
জীবিত উদ্ধার হওয়া ওই দুই অভিবাসনপ্রত্যাশী জানান, তাদের নৌকাটি খারাপ আবহাওয়ার কবলে পড়ে যাত্রার অনুপযোগী হয়ে পড়ে। এসময় তাদের কাছে আর কোনও পানি এবং খাবার ছিল না বলেও জানান তারা।
উল্লেখ্য যে,গত একবছর ধরে সাগর পাড়ি দিতে চাওয়া অভিবাসনপ্রত্যাশীদের কাছে ভূমধ্যসাগরে অবস্থিত গ্রিসের ক্রিট দ্বীপ একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠেছে। ইউরোপের দেশগুলোতে পৌঁছাতে এই দ্বীপটিকে তারা ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে আসছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর (UNHCR) জানায়, চলতি বছর এখন পর্যন্ত ১৬ হাজার ৭৭০ জনেরও বেশি অভিবাসনপ্রত্যাশী গ্রিসের এই দ্বীপটিতে পাড়ি জমিয়েছেন।
কবির আহমেদ/ইবিটাইমস




















