ইবিটাইমস ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল এবং ভোটের আগে-পরের কাজ পর্যালোচনায় বৈঠকে বসছে নির্বাচন কমিশন।
বৈঠকে ৯ এজেন্ডা নিয়ে আলোচনা হবে।
রোববার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
এতে উপস্থিত থাকবেন চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব।
বৈঠকে মূলত তফসিল, তফসিলের আগে-পরের কার্যক্রম, গণভোট আয়োজনসহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সবশেষ অবস্থা, মাঠপর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ, মতবিনিময়, সমন্বয় সংক্রান্তসহ বিবিধ বিষয়ে আলোচনা হওয়ার কথা।
এর আগে, শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
১০ ডিসেম্বর বুধবার রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের সাক্ষাৎ হওয়ার কথা। এরপরই হতে পারে তফসিল ঘোষণা।
ঢাকা/এসএস




















