শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের সরকারি এম এম আলী কলেজের ছাত্র সংসদ নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে। রোববার দুপুরে সরকারি এম এম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর এস এম আসাদুজ্জামানের হাতে স্মারকলিপি প্রদান করেন ওই কলেজের শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন, ওই কলেজের শিক্ষার্থী ও ছাত্র অধিকার পরিষদের নেতা নবাব আলী, ছাত্রদলের নেতা রানা আহমেদ, ইব্রাহিম খান বাদশা, ছাত্র অধিকার পরিষদের নেতা সজীব হাসান, ছাত্র শক্তির নেতা মাহতাব খান ভাসানী ও ছাত্রদল নেতা হাবিব প্রমুখ।
ছাত্র অধিকার পরিষদের নেতা নবাব আলি বলেন, আমাদের অধ্যক্ষ স্যারকে, বিনীত শ্রদ্ধা জানিয়ে বলতে চাই— একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশের জন্য ছাত্রসংসদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রসংসদ শুধু নির্বাচিত কমিটি নয়, এটি শিক্ষার্থীদের মতামত প্রকাশ, সমস্যা সমাধান, সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক কার্যক্রমের সুষ্ঠু ব্যবস্থাপনার গণতান্ত্রিক প্লাটফর্ম।
তিনি আরও বলেন, আমরা আন্তরিকভাবে প্রত্যাশা করি যে, অধ্যক্ষ প্রফেসর এসএম আসাদুজ্জামান স্যার আপনার সদয় উদ্যোগে আমাদের প্রতিষ্ঠানে স্বচ্ছ, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক ছাত্রসংসদ নির্বাচন অতি দ্রুত অনুষ্ঠিত হবে। এটি শিক্ষার্থীদের অধিকারকে সম্মান জানাবে এবং প্রতিষ্ঠানকে আরও সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও সমৃদ্ধ করবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস




















