জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৭ সকাল ১০টায় রাজধানীর ২২ তোপখানা রোড, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ – (বাশিকপ) হলরুমে সকল সদস্যদের স্বতঃস্ফূর্ত
অংশগ্রহণে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। পরবর্তীতে ভোট গণনা শুরু করে সন্ধ্যা ৭টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং প্রধান নির্বাচন কমিশনার শামসুল হক দুররানী, ঢাকা প্রেসক্লাবের উপদেষ্টা ও নির্বাচন কমিশনার এ্যাডভোকেট শফিকুল ইসলাম কাজল, নির্বাচন কমিশনার ইলতুৎমিশ সওদাগর এ্যানি।
ঢাকা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সর্বমোট ২২ জন প্রার্থী অংশ গ্রহণ করেন।
বিজয়ী সদস্যগণ হলেন, সভাপতি পদে নির্বাচিত লায়ন মোঃ সাহাদাত হোসেন শাহীন সম্পাদক দৈনিক জনতার বাংলা, সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু সাব এডিটর দৈনিক আলোর বার্তা, সহ-সভাপতি কাজী মোহাম্মদ আলাউদ্দিন সাব-এডিটর দৈনিক মর্ণিং অবজারভার, সহ-সম্পাদক আফসানা রহমান সহকারী সম্পাদক দৈনিক মুক্ত খবর, যুগ্ন-সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান সাব এডিটর দি ডেইলি স্টেট, অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম অনুসন্ধানী প্রতিবেদক দৈনিক এশিয়া বাণী, প্রচার ও তথ্য গবেষণা সম্পাদক মোঃ কামরুল হাসান স্টাফ রিপোর্টার দৈনিক আলোর বার্তা, দপ্তর সম্পাদক মোঃ বাবলুর রহমান নির্বাহী সম্পাদক দৈনিক আজকের সত্যের আলো, সমাজ কল্যাণ ত্রান ও পূর্নবাসন সম্পাদক মোসাঃ নুরুন্নাহার রীতা সম্পাদক ও প্রকাশক দৈনিক নবজীবন, সাংগঠনিক সম্পাদক এম.এইচ. মাহফুজ স্টাফ রিপোর্টার দি ডেইলি স্টেট, এবং নির্বাহী সম্পাদক মোঃ শরিফুল ইসলাম আকন মফস্বল সম্পাদক দৈনিক নবজীবন।
ঢাকা/ইবিটাইমস/এসএস





















