ভিয়েনা ১২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঝালকাঠিতে ৬ তলাবিশিষ্ট তিনটি অ্যাকাডেমিক ভবনের নির্মাণ শুরু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:১৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৬৭ সময় দেখুন

বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠি জেলা শহরে সরকারি ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ তলা বিশিষ্ট অ্যাকাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে। বিগত সরকারের আমলে গৃহীত প্রকল্প নানা জটিলতার মধ্যে ছিল এবং ২০২৪ সালের আগস্ট মাসে সংকট নিরসন করে নতুন ঠিকাদার মনোনীত করে কার্যাদেশ প্রদান করা হয়েছে। এই প্রকল্প খাতে ৩টি প্রতিষ্ঠানে ঠিকাদারের কাছ থেকে চুক্তি মূল্য অনুযায়ী ২৯ কোটি ৯৭ লাখ ২৮ হাজার টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান।

৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সরকারি মহিলা কলেজে ৬ তলা ভবনের পাইলিং শেষ করে মূল ভবনের কাজ শেষ করেছে এবং সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রকল্পের পাইলিংয়ের কাজ চলছে। সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রকল্পের প্রস্তাবিত জায়গাটির নকশা পরিবর্তন করে প্রকল্প বাস্তবায়নের কারণে বিলম্ব হচ্ছে। তবে ইতোমধ্যেই ঠিকাদার নিয়োগ চূড়ান্ত করে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান গতিশীলতা আনয়ন করছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্নেহ লতা রায় জানান, অতীতের চেয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা ও টেকসই উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করছে এবং এই প্রকৌশলী প্রতিষ্ঠানের প্রকৌশলীরা সার্বক্ষণিক মনিটরিং করে যাচ্ছে।

ঝালকাঠি সরকারি মহিলা কলেজে ৯ কোটি ৪১ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে ৬ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। ১০০ ফিট লম্বা ও ৫০ প্রস্থের এই ভবনটিতে ৬ তলা পর্যন্ত ৩০ হাজার স্কয়ার ফিটের ভবন হচ্ছে এবং ভবনের লিফটসহ অ্যাকাডেমিক ভবনের সব সুযোগ সুবিধা থাকবে এবং টপ ফ্লোরে মিলনায়তনের মতো বড় কক্ষ থাকবে। জিএম কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই ভবন নির্মাণ করছেন।

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে ১২ কোটি ১১ লাখ ২৪ হাজার টাকা ব্যয়ে ৬ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। ১৩৫ ফিট লম্বা ও ৫০ প্রস্থের এই ভবনটিতে ৬ তলা পর্যন্ত ৪০ হাজার ৫০০ স্কয়ার ফিটের ভবন হচ্ছে এবং আধুনিক টয়লেটের ব্যবস্থাসহ, লিফটসহ অ্যাকাডেমিক ভবনের সকল সুযোগ সুবিধা থাকবে এবং টপ ফ্লোরে মিলনায়তনের মতো বড় কক্ষ থাকবে। এমকেবি অ্যান্ড এমজিজেই (জেবি) কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই ভবন নির্মাণ করছেন।

ঝালকাঠি হরচন্দ্র সরকারি বালিকা বিদ্যালয়ে ৮ কোটি ৪৪ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে ৬ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ন্যায় এই ভবন নির্মাণ করা হচ্ছে। এখানে আধুনিক টয়লেটের ব্যবস্থাসহ, লিফটসহ অ্যাকাডেমিক ভবনের সকল সুযোগ সুবিধা থাকবে এবং টপ ফ্লোরে মিলনায়তনের মতো বড় কক্ষ থাকবে। এমএনসি অ্যান্ড এমএসসি (জেবি) কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই ভবন নির্মাণ করছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে ৬ তলাবিশিষ্ট তিনটি অ্যাকাডেমিক ভবনের নির্মাণ শুরু

আপডেটের সময় ০৯:১৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠি জেলা শহরে সরকারি ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ তলা বিশিষ্ট অ্যাকাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে। বিগত সরকারের আমলে গৃহীত প্রকল্প নানা জটিলতার মধ্যে ছিল এবং ২০২৪ সালের আগস্ট মাসে সংকট নিরসন করে নতুন ঠিকাদার মনোনীত করে কার্যাদেশ প্রদান করা হয়েছে। এই প্রকল্প খাতে ৩টি প্রতিষ্ঠানে ঠিকাদারের কাছ থেকে চুক্তি মূল্য অনুযায়ী ২৯ কোটি ৯৭ লাখ ২৮ হাজার টাকা ব্যয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান।

৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সরকারি মহিলা কলেজে ৬ তলা ভবনের পাইলিং শেষ করে মূল ভবনের কাজ শেষ করেছে এবং সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রকল্পের পাইলিংয়ের কাজ চলছে। সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রকল্পের প্রস্তাবিত জায়গাটির নকশা পরিবর্তন করে প্রকল্প বাস্তবায়নের কারণে বিলম্ব হচ্ছে। তবে ইতোমধ্যেই ঠিকাদার নিয়োগ চূড়ান্ত করে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান গতিশীলতা আনয়ন করছে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী স্নেহ লতা রায় জানান, অতীতের চেয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা ও টেকসই উন্নয়নকে গুরুত্ব দিয়ে কাজ করছে এবং এই প্রকৌশলী প্রতিষ্ঠানের প্রকৌশলীরা সার্বক্ষণিক মনিটরিং করে যাচ্ছে।

ঝালকাঠি সরকারি মহিলা কলেজে ৯ কোটি ৪১ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে ৬ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। ১০০ ফিট লম্বা ও ৫০ প্রস্থের এই ভবনটিতে ৬ তলা পর্যন্ত ৩০ হাজার স্কয়ার ফিটের ভবন হচ্ছে এবং ভবনের লিফটসহ অ্যাকাডেমিক ভবনের সব সুযোগ সুবিধা থাকবে এবং টপ ফ্লোরে মিলনায়তনের মতো বড় কক্ষ থাকবে। জিএম কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই ভবন নির্মাণ করছেন।

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে ১২ কোটি ১১ লাখ ২৪ হাজার টাকা ব্যয়ে ৬ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। ১৩৫ ফিট লম্বা ও ৫০ প্রস্থের এই ভবনটিতে ৬ তলা পর্যন্ত ৪০ হাজার ৫০০ স্কয়ার ফিটের ভবন হচ্ছে এবং আধুনিক টয়লেটের ব্যবস্থাসহ, লিফটসহ অ্যাকাডেমিক ভবনের সকল সুযোগ সুবিধা থাকবে এবং টপ ফ্লোরে মিলনায়তনের মতো বড় কক্ষ থাকবে। এমকেবি অ্যান্ড এমজিজেই (জেবি) কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই ভবন নির্মাণ করছেন।

ঝালকাঠি হরচন্দ্র সরকারি বালিকা বিদ্যালয়ে ৮ কোটি ৪৪ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে ৬ তলা ভবন নির্মাণ করা হচ্ছে। ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ন্যায় এই ভবন নির্মাণ করা হচ্ছে। এখানে আধুনিক টয়লেটের ব্যবস্থাসহ, লিফটসহ অ্যাকাডেমিক ভবনের সকল সুযোগ সুবিধা থাকবে এবং টপ ফ্লোরে মিলনায়তনের মতো বড় কক্ষ থাকবে। এমএনসি অ্যান্ড এমএসসি (জেবি) কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই ভবন নির্মাণ করছেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস