জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ :বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) থেকে মনোনয়ন পাওয়ায় আগামীকাল (শনিবার) লালমোহনে দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে গণসংবর্ধনা দেবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
গত ৩ নভেম্বর বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২৭৮ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে ভোলা-৩ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ।
বিএনপির দলীয় মনোনয়ন ঘোষণার পর ভোলা-৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম আগামীকাল শনিবার সকালে লালমোহনে আসছেন।
তার আগমন উপলক্ষ্যে লালমোহন উপজেলা বিএনপির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।নেতাকর্মীরা ইতোমধ্যে বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন, স্বাগত তোরণ সাজিয়ে রেখেছেন। উপজেলা জুড়ে চলছে প্রস্তুতি, বৈঠক ও সমন্বয় কার্যক্রম।
বিএনপির স্থানীয় নেতারা বলেন, তাঁর এই সফর রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতি ও মাঠ পর্যায়ে বিএনপি সংগঠনকে আরও সক্রিয় করবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস























