ইবিটাইমস ডেস্ক : অবিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে মিরপুর ১৩ নম্বর এলাকায় জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ আয়োজিত এক ক্যাম্পে এ কথা বলেন তিনি।
নারীদের ব্রেস্ট ক্যানসার সচেতনতামূলক এই ক্যাম্প চলছে মিরপুর ১৩-এর শেরে বাংলা নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
সেখানে অংশ নিয়ে মুজিবুর রহমান বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখল ও জাল ভোট বন্ধ হয়ে যাবে।
এসময় আইনশৃঙ্খলা ঠিক না করেই নির্বাচন দিলে তা সুষ্ঠু হবে না বলে শঙ্কা জানিয়ে নির্বাচনের আগেই নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
ঢাকা/এসএস










