ভোলার লালমোহনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বদরপুর ইউনিয়নের (দক্ষিণ) উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় নবীনগর বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বদরপুর ইউনিয়ন দক্ষিণ শাখার সভাপতি মো. মাহবুবুর রহমান মারুফ হাওলাদার।
তিনি বলেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এ দেশের মাঠি ও মানুষের নেতা। আমরা তাঁর পক্ষে প্রত্যেক ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইব। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, আগামীর তারেক রহমান ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের আদর্শে বিশ্বাসী।
৯ নং ওর্য়াড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদারেট সভাপতিত্বে ও কৃষকদলের সাধারণ সম্পাদক খোকন কাজীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি সাব্বির মাতাব্বর, সাধারণ সম্পাদক জসিম মেম্বার, সাংগঠনিক সম্পাদক ডা.আবুল কালাম, শাহ আলম মাতাব্বর,ইউছুফ হাওলাদার, ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার জমাদার, সাংগঠনিক সম্পাদক আব্বাস মোল্লা, ৯ নং ওর্য়াডের বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান, সেচ্ছাসেবক দলের নেতা আজাদ হাওলাদার,ফারুক চকিদার, জামাল মাতাব্বর, আকবর মাতব্বর,ওলামাদলের সভাপতি হাফেজ জুয়েল, যুবদল নেতা বজলুর রহমানসহ ইউনিয়ন বিএনপির ১০টি কমিটির নেতাকর্মীসহ আরও অনেকে।
 
																			




















