ভিয়েনা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভোলা-৩ আসনে বিএনপি প্রার্থী হাফিজের মনোনয়ন ফরম সংগ্রহ সড়ক নির্মাণে অনিয়ম! বন্ধ থাকা কাজ শুরু করলেও জানেনা অফিস কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে নিয়ে আমরা আশাবাদী, তিনি সুস্থ হয়ে উঠবেন : ডা. জাহিদ ভোলা-৩ আসনে বিডিপি প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ নয়ানীগ্রাম যুব তাফসীর কমিটির উদ্যোগে দুই দিনের ইসলামী মহা সম্মেলন টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার টিভিতে নির্বাচনি প্রচারে সকল প্রার্থীকে সমান সুযোগ দেয়ার নির্দেশ ইসির ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নাগরপুরে ঘোড়া দৌড় প্রতিযোগিতা মহান বিজয় দিবসে ঝালকাঠিতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সংবর্ধনা

ফ্লোটিলায় হামলা : আজ বিক্ষোভে নামছে ইসলামী আন্দোলন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:২২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ৭৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : নিরীহ গাজাবাসীর জন্য ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় দখলদার ইসরায়েলের হামলা ও ত্রাণযান জব্দের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

যার অংশ হিসেবে আজ শুক্রবার (৩ অক্টোবর) দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে দলের নেতাকর্মীরা।

গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) বিবৃতির মাধ্যমে সংগঠনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসরায়েল মানবতার শত্রু এক বর্বর শক্তি, যারা আন্তর্জাতিক আইন-কানুন উপেক্ষা করে নিজেদের স্বার্থে মানবিক উদ্যোগকেও আক্রমণ করে থাকে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ, যেখানে ৪৪টি দেশের প্রায় ৫০০ মানুষ অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স ও বেলজিয়ামের নাগরিক ছাড়াও রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি, আইনজীবী, মানবাধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।

তিনি আরও বলেন, বাংলাদেশের পক্ষ থেকে এতে যুক্ত হয়েছেন শহিদুল আলম। অথচ ইসরায়েল এ মহৎ উদ্যোগকে সশস্ত্রভাবে প্রতিহত করে ত্রাণসামগ্রী জব্দ করেছে, যা আসলে গোটা বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল।

মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ইসরায়েলকে এখনই প্রতিহত করা না গেলে তারা এক সময় ইউরোপকেও চাপে ফেলবে। এখন ইউরোপীয় সরকারগুলো কী সিদ্ধান্ত নেয়, সেটিই হবে আসল পরীক্ষা—তারা কি নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে নাকি বর্বর ইসরায়েলের প্রতি নীরব থাকবে।

বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমাদের নাগরিক শহিদুল আলমের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে বৈশ্বিক মানবিক উদ্যোগে ইসরায়েলের এই বর্বর আচরণের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান আরও জোরালো করতে হবে।
ঘোষণায় তিনি জানান, ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুক্রবার (আজ) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

ভোলা-৩ আসনে বিএনপি প্রার্থী হাফিজের মনোনয়ন ফরম সংগ্রহ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ফ্লোটিলায় হামলা : আজ বিক্ষোভে নামছে ইসলামী আন্দোলন

আপডেটের সময় ০৯:২২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫

ইবিটাইমস ডেস্ক : নিরীহ গাজাবাসীর জন্য ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় দখলদার ইসরায়েলের হামলা ও ত্রাণযান জব্দের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

যার অংশ হিসেবে আজ শুক্রবার (৩ অক্টোবর) দেশব্যাপী বিক্ষোভ মিছিল করবে দলের নেতাকর্মীরা।

গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) বিবৃতির মাধ্যমে সংগঠনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসরায়েল মানবতার শত্রু এক বর্বর শক্তি, যারা আন্তর্জাতিক আইন-কানুন উপেক্ষা করে নিজেদের স্বার্থে মানবিক উদ্যোগকেও আক্রমণ করে থাকে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ, যেখানে ৪৪টি দেশের প্রায় ৫০০ মানুষ অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স ও বেলজিয়ামের নাগরিক ছাড়াও রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি, আইনজীবী, মানবাধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।

তিনি আরও বলেন, বাংলাদেশের পক্ষ থেকে এতে যুক্ত হয়েছেন শহিদুল আলম। অথচ ইসরায়েল এ মহৎ উদ্যোগকে সশস্ত্রভাবে প্রতিহত করে ত্রাণসামগ্রী জব্দ করেছে, যা আসলে গোটা বিশ্বের সঙ্গে যুদ্ধ ঘোষণার শামিল।

মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ইসরায়েলকে এখনই প্রতিহত করা না গেলে তারা এক সময় ইউরোপকেও চাপে ফেলবে। এখন ইউরোপীয় সরকারগুলো কী সিদ্ধান্ত নেয়, সেটিই হবে আসল পরীক্ষা—তারা কি নিজেদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করবে নাকি বর্বর ইসরায়েলের প্রতি নীরব থাকবে।

বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমাদের নাগরিক শহিদুল আলমের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে বৈশ্বিক মানবিক উদ্যোগে ইসরায়েলের এই বর্বর আচরণের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান আরও জোরালো করতে হবে।
ঘোষণায় তিনি জানান, ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুক্রবার (আজ) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
ঢাকা/এসএস