জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদের (বীর বিক্রম) পক্ষে ভোলার লালমোহনে গরিব ও অসহায় মানুষদের মাঝে চাল বিতরণ করেছে অধ্যক্ষ নজরুল ইসলাম নান্নু চৌধুরী স্মৃতি সংঘ।
সংগঠনটির আয়োজনে বুধবার (২৪ সেপ্টেম্বর) উপজেলার গজারিয়া এলাকার সাদাপুল এলাকায় প্রায় ৭০ টি পরিবারের মাঝে বিনামূল্যে এ চাল বিতরণ করা হয়।
সংগঠনটির পরিচালক মো. কবির চৌধুরী বলেন, আসছে জাতীয় সংসদ নির্বাচনে এলাকার সবাইকে ঐক্যবদ্ধ করাই হলো আমাদের মূল কাজ। আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, এ এলাকার অসহায় পরিবারগুলো কখনও কোনও সহযোগিতা পায়নি। তাই আমরা নান্নু চৌধুরী স্মৃতি সংঘের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়িয়েছি এবং যতদিন বেঁচে আছি ততদিন থাকবো ইনশাআল্লাহ।
এসময় সংগঠনের নেতা সুমন চৌধুরীসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস