ভিয়েনা ১২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :

গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত ইন্দোনেশিয়া

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে সেখানে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তুতির কথা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতো। সোমবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘গাজায় যে অমানবিক ট্র্যাজেডি চলছে, তা আমাদের হৃদয় বিদীর্ণ করছে। উপত্যকায় হাজারো নিরপরাধ মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। সেখানে দুর্ভিক্ষ ও ধ্বংসযজ্ঞ চলছে, এক ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটছে আমাদের চোখের সামনে।’

তিনি আরও বলেন, ‘ইন্দোনেশিয়া আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হতে ইচ্ছুক। আমরা শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত।’ পাশাপাশি ফিলিস্তিন সমস্যার সমাধানে দ্বি-রাষ্ট্র নীতির প্রতি জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রাবোও।

প্রেসিডেন্ট সুবিয়ানতো ইন্দোনেশিয়ার অবস্থান স্পষ্টভাবে তুলে ধরে বলেন, ‘ইসরায়েল ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে ইন্দোনেশিয়া সঙ্গে সঙ্গে ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং তাদের নিরাপত্তার গ্যারান্টি দেবে।’ এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনে রক্তপাত বন্ধের আহ্বান জানান।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার বিষয়ে নতুন গতি এসেছে। এক দিন আগেই যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডার সঙ্গে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

পরদিন ফ্রান্সসহ মোট ছয়টি দেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে। স্বীকৃতি দেয়ার বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ভিডিও বার্তায় বলেন, ‘এটি হামাসকে পুরস্কার দেয়া নয়। বরং দুই-রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করার জন্য স্বীকৃতি অত্যন্ত জরুরি।’
ঢাকা/এসএস

জনপ্রিয়

জুলাই সনদ সইয়ের ঐতিহাসিক মুহূর্তে সকলকে অংশগ্রহণ করার আহ্বান প্রধান উপদেষ্টার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত ইন্দোনেশিয়া

আপডেটের সময় ০২:৪৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫

ইবিটাইমস ডেস্ক : গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে সেখানে শান্তিরক্ষী পাঠানোর প্রস্তুতির কথা জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ানতো। সোমবার (২২ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘গাজায় যে অমানবিক ট্র্যাজেডি চলছে, তা আমাদের হৃদয় বিদীর্ণ করছে। উপত্যকায় হাজারো নিরপরাধ মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। সেখানে দুর্ভিক্ষ ও ধ্বংসযজ্ঞ চলছে, এক ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটছে আমাদের চোখের সামনে।’

তিনি আরও বলেন, ‘ইন্দোনেশিয়া আন্তর্জাতিক প্রচেষ্টার অংশ হতে ইচ্ছুক। আমরা শান্তিরক্ষী বাহিনী পাঠাতে প্রস্তুত।’ পাশাপাশি ফিলিস্তিন সমস্যার সমাধানে দ্বি-রাষ্ট্র নীতির প্রতি জোরালো সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রাবোও।

প্রেসিডেন্ট সুবিয়ানতো ইন্দোনেশিয়ার অবস্থান স্পষ্টভাবে তুলে ধরে বলেন, ‘ইসরায়েল ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে ইন্দোনেশিয়া সঙ্গে সঙ্গে ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং তাদের নিরাপত্তার গ্যারান্টি দেবে।’ এ সময় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনে রক্তপাত বন্ধের আহ্বান জানান।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার বিষয়ে নতুন গতি এসেছে। এক দিন আগেই যুক্তরাজ্য অস্ট্রেলিয়া ও কানাডার সঙ্গে যোগ দিয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।

পরদিন ফ্রান্সসহ মোট ছয়টি দেশ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে। স্বীকৃতি দেয়ার বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ভিডিও বার্তায় বলেন, ‘এটি হামাসকে পুরস্কার দেয়া নয়। বরং দুই-রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করার জন্য স্বীকৃতি অত্যন্ত জরুরি।’
ঢাকা/এসএস