ইবিটাইমস ডেস্ক : ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রাশিয়ার রাতের হামলায় একজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। দেশটির বেশ কয়েকটি অঞ্চলে বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে।
ইউক্রেনের কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।
আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সের্গেই লিসাক বলেন, রাশিয়ান বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালে এতে করে আবাসিক ভবনে আগুন ধরে যায় ও ক্ষতিগ্রস্ত হয়।
লিসাক সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম প্ল্যাটফর্মে বলেন, হামলায় একজন নিহত ও ১৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
রাজধানী কিয়েভের আশপাশের অঞ্চলে আরও বেশ কয়েকটি হামলার খবর পেয়ে দেশব্যাপী বিমান সতর্কতা জারি করেছে ইউক্রেন।
কিয়েভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক বলেন, ‘শত্রুরা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এই অঞ্চলের শান্তিপূর্ণ বসতিগুলো হামলার মুখে রয়েছে।’
মাইকোলাইভের মেয়র বলেছেন, রাশিয়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় নগরীতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে এতে ‘কেউ হতাহত হয়নি।
রাশিয়ান কর্মকর্তারা বলেন, তাদের বাহিনী ভলগোগ্রাদ ও রোস্তভ অঞ্চলে ইউক্রেনের ‘ব্যাপক’ হামলা প্রতিহত করেছে।
অন্যদিকে সারাতোভের নিকটবর্তী অঞ্চলে একজন আহত হয়েছে।
রাশিয়ান বাহিনী কয়েক মাস ধরে ইউক্রেনের পূর্বাঞ্চল জুড়ে আক্রমণ জোরদার করে দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।
গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পৃথক হাই-প্রোফাইল বৈঠক করার পর থেকে যুদ্ধবিরতির আশা ম্লান হয়ে গেছে।
শুক্রবার, এস্তোনিয়া জানিয়েছে, তিনটি রাশিয়ান বিমান বাহিনীর বিমান তার আকাশসীমা লঙ্ঘন করেছে, যা মস্কোর কাছ থেকে একটি বিপজ্জনক নতুন উস্কানির আশঙ্কা তৈরি করেছে।
এটি ইইউ ও ন্যাটোর কাছেও মস্কোর কাছ থেকে আসা একটি বিপজ্জনক নতুন উস্কানির আশঙ্কা তৈরি করেছে। তবে রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে।
ঢাকা/এসএস