প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইদহে বিএনপি’র ফ্রী মেডিকেল ক্যাম্প

শেখ ইমন, ঝিনাইদহ : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ঝিনাইদহে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল।

এসময় কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি প্রফেসর আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকার ৫ শতাধিক রোগীকে বিনামুল্যে স্বাস্থ্যসেবা ঔষধ দেওয়া হয়। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেসহ বিভিন্ন হাসপাতালের ৪ জন চিকিৎসক সেবা প্রদাণ করেন। বিনামুল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ পেয়ে সস্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র মানুষেরা।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »