ভিয়েনা ০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইলে দালাল চক্রের ৩ সদস্যকে কারাদণ্ড টাঙ্গাইলে মনোনয়নের দাবিতে জনসংযোগে বিএনপি নেতা ফরহাদ ইকবাল ড্রোন হামলায় রাশিয়ার ভলগোগ্রাদে একজন নিহত মিশরের সীমান্ত এলাকা বন্ধ ঘোষণা করলো ইসরাইল ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ৯ম দিনের শুনানি চলছে লালমোহনে ৭’শত পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মুসলিম হওয়া সত্ত্বেও বিপুল সংখ্যক ইহুদি ভোটাররা মামদানিকে ভোট দিয়েছেন অভিযুক্ত ১৫ শীর্ষ সেনা কর্মকর্তার চাকরিচ্যুতির বিষয়ে যা জানালো সেনা সদর হাঙ্গেরিতে পুতিন-ট্রাম্প বৈঠকের জন্য শর্ত এখনও পূরণ হয়নি – রাশিয়া

স্টায়ারমার্কে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির জাঁকজমক পিকনিক সম্পন্ন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • ৫২ সময় দেখুন

পিকনিকটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্ব ছিল স্টায়ারমার্কের Salza wasserfall (ঝর্ণা) পরিদর্শন এবং দ্বিতীয় ও মূল পর্ব ছিল Grundlsee -তে (লেক)

ভিয়েনা ডেস্কঃ রবিবার (১৩ জুলাই) অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির অন্যতম বৃহত্তম আঞ্চলিক সংগঠন অস্ট্রিয়া কুমিল্লা সমিতি অস্ট্রিয়ার দক্ষিণের পর্বতঘেরা রাজ্য স্টায়ারমার্কে (Steirmark) তাদের এবছরের গ্রীষ্মকালীন পিকনিক অত্যন্ত জাঁকজমকভাবে সম্পন্ন করেছে।

সমিতির সভাপতি তাহের সরকারের সভাপতিত্বে পিকনিক (বনভোজন) ও শিক্ষা সফরটি সন্চালনার দায়িত্ব পালন করে সাধারণ সম্পাদক সাগর খান।
সার্বিক সহযোগিতায় ছিলেন পিকনিক বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মামুন হাসান,সাংস্কৃতিক সম্পাদক শহীদুল ইসলাম রাজু,প্রতিষ্ঠাতা সভাপতি জসীম উদ্দিন সরকার,সাবেক সভাপতি জাকারিয়া সাইমুন প্রমুখ।

ভিয়েনার সেন্ট্রাল রেলস্টেশন থেকে অস্ট্রিয়ার পর্যটন বাস কোম্পানি Blaguss এর একটি দোতালা লাক্সারি বাসে সকাল নয়টায় তারা স্টায়ারমার্কের উদ্দেশ্যে যাত্রী শুরু করে এবং রাত ১২টার সামান্য কিছুপূর্বে পুনরায় ভিয়েনার সেন্ট্রাল রেলস্টেশনে ফেরত আসে।

ভিয়েনা থেকে বাস ছাড়ার ঘন্টা খানেক পর লোয়ার অস্ট্রিয়া (NÖ) রাজ্যের Steinfeld এ যাত্রা বিরতি দিয়ে সকালের নাস্তা সম্পন্ন করে। প্রায় চল্লিশ মিনিট
যাত্রা বিরতির দুপুর ১টার দিকে Salza wasserfall ঝর্ণা এলাকায় পৌঁছায়। তারপর পিকনিকে অংশগ্রহণকারী আশিজনের দল পাহাড়ের নীচের রাস্তা দিয়ে প্রায় দুই কিলোমিটার পাঁয়ে হেঁটে ঝর্ণার কাছে পৌঁছায়। প্রায় ৩০ মিনিট সেখানে অবস্থানের পর পুনরায় পাঁয়ে হেটে ফেরত আসে।

তারপর আবার বাসে করে পিকনিকের মূল গন্তব্য Grundlsee তে পৌঁছায়। সেখানে তারা বাস থেকে নেমেই কিছুটা দেরি করেই দুপুরের খাবার সম্পন্ন
করে। দুপুরের খাবারের পর পিকনিকে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রায় ৫০ জনের একটি দল Grundlsee -তে পূর্বে বুক করা একটি ছন লঞ্চ আকারের সেখানকার ঐতিহ্যবাহী পর্যটন নৌযানে করে এক ঘন্টার নৌবিহার সম্পন্ন করে। অনেকে Grundlsee তে সামান্য বৃস্টিপাতের মধ্যেই গোসল করে।

Grundlsee তে অবস্থান শেষ করে বিকাল সাতটার দিকে পুনরায় ভিয়েনার উদ্যেশ্যে ফেরত যাত্রা শুরু করে। ঘন্টাখানেক চলার পর Steirmark এর
হাইওয়ের একটি বিরতি স্থানে যাত্রা বিরতি দিয়ে বিকালের নাস্তা সম্পন্ন করে।

বিকালের নাস্তার পর রাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও অস্ট্রিয়া কুমিল্লা সমিতির পক্ষ থেকে
অংশগ্রহণকারী পরিবার প্রতি একটি করে এবং একক অংশগ্রহণকারীদের মধ্যে উপহার বিতরণ করা হয়।

বিরতির পর পুনরায় যাত্রাপথে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জসীম উদ্দিন সরকারের পরিচালনায় এক আলোচনা অনুষ্ঠিত হয়। চলন্ত বাসে লাউট স্পিকারে এই আলোচনায় সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও অস্ট্রিয়া কুমিল্লা সমিতির বাহিরের অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করে। যাদের মতো অন্যতম বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।

তারপর মাঝরাতের কিছু পূর্বে পিকনিক দল ভিয়েনার সেন্ট্রাল রেলস্টেশন এসে তাদের পিকনিক শেষ করে। অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সভাপতি তাহের সরকার ও সাধারণ সম্পাদক সাগর খান এক বিবৃতিতে পিকনিকে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

কবির আহমেদ/ইবিটাইমস

জনপ্রিয়

টাঙ্গাইলে দালাল চক্রের ৩ সদস্যকে কারাদণ্ড

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

স্টায়ারমার্কে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির জাঁকজমক পিকনিক সম্পন্ন

আপডেটের সময় ০৪:২৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

পিকনিকটি দুই পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্ব ছিল স্টায়ারমার্কের Salza wasserfall (ঝর্ণা) পরিদর্শন এবং দ্বিতীয় ও মূল পর্ব ছিল Grundlsee -তে (লেক)

ভিয়েনা ডেস্কঃ রবিবার (১৩ জুলাই) অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির অন্যতম বৃহত্তম আঞ্চলিক সংগঠন অস্ট্রিয়া কুমিল্লা সমিতি অস্ট্রিয়ার দক্ষিণের পর্বতঘেরা রাজ্য স্টায়ারমার্কে (Steirmark) তাদের এবছরের গ্রীষ্মকালীন পিকনিক অত্যন্ত জাঁকজমকভাবে সম্পন্ন করেছে।

সমিতির সভাপতি তাহের সরকারের সভাপতিত্বে পিকনিক (বনভোজন) ও শিক্ষা সফরটি সন্চালনার দায়িত্ব পালন করে সাধারণ সম্পাদক সাগর খান।
সার্বিক সহযোগিতায় ছিলেন পিকনিক বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মামুন হাসান,সাংস্কৃতিক সম্পাদক শহীদুল ইসলাম রাজু,প্রতিষ্ঠাতা সভাপতি জসীম উদ্দিন সরকার,সাবেক সভাপতি জাকারিয়া সাইমুন প্রমুখ।

ভিয়েনার সেন্ট্রাল রেলস্টেশন থেকে অস্ট্রিয়ার পর্যটন বাস কোম্পানি Blaguss এর একটি দোতালা লাক্সারি বাসে সকাল নয়টায় তারা স্টায়ারমার্কের উদ্দেশ্যে যাত্রী শুরু করে এবং রাত ১২টার সামান্য কিছুপূর্বে পুনরায় ভিয়েনার সেন্ট্রাল রেলস্টেশনে ফেরত আসে।

ভিয়েনা থেকে বাস ছাড়ার ঘন্টা খানেক পর লোয়ার অস্ট্রিয়া (NÖ) রাজ্যের Steinfeld এ যাত্রা বিরতি দিয়ে সকালের নাস্তা সম্পন্ন করে। প্রায় চল্লিশ মিনিট
যাত্রা বিরতির দুপুর ১টার দিকে Salza wasserfall ঝর্ণা এলাকায় পৌঁছায়। তারপর পিকনিকে অংশগ্রহণকারী আশিজনের দল পাহাড়ের নীচের রাস্তা দিয়ে প্রায় দুই কিলোমিটার পাঁয়ে হেঁটে ঝর্ণার কাছে পৌঁছায়। প্রায় ৩০ মিনিট সেখানে অবস্থানের পর পুনরায় পাঁয়ে হেটে ফেরত আসে।

তারপর আবার বাসে করে পিকনিকের মূল গন্তব্য Grundlsee তে পৌঁছায়। সেখানে তারা বাস থেকে নেমেই কিছুটা দেরি করেই দুপুরের খাবার সম্পন্ন
করে। দুপুরের খাবারের পর পিকনিকে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রায় ৫০ জনের একটি দল Grundlsee -তে পূর্বে বুক করা একটি ছন লঞ্চ আকারের সেখানকার ঐতিহ্যবাহী পর্যটন নৌযানে করে এক ঘন্টার নৌবিহার সম্পন্ন করে। অনেকে Grundlsee তে সামান্য বৃস্টিপাতের মধ্যেই গোসল করে।

Grundlsee তে অবস্থান শেষ করে বিকাল সাতটার দিকে পুনরায় ভিয়েনার উদ্যেশ্যে ফেরত যাত্রা শুরু করে। ঘন্টাখানেক চলার পর Steirmark এর
হাইওয়ের একটি বিরতি স্থানে যাত্রা বিরতি দিয়ে বিকালের নাস্তা সম্পন্ন করে।

বিকালের নাস্তার পর রাফেল ড্র অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও অস্ট্রিয়া কুমিল্লা সমিতির পক্ষ থেকে
অংশগ্রহণকারী পরিবার প্রতি একটি করে এবং একক অংশগ্রহণকারীদের মধ্যে উপহার বিতরণ করা হয়।

বিরতির পর পুনরায় যাত্রাপথে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি জসীম উদ্দিন সরকারের পরিচালনায় এক আলোচনা অনুষ্ঠিত হয়। চলন্ত বাসে লাউট স্পিকারে এই আলোচনায় সমিতির বিভিন্ন নেতৃবৃন্দ ছাড়াও অস্ট্রিয়া কুমিল্লা সমিতির বাহিরের অংশগ্রহণকারীরা অংশগ্রহণ করে। যাদের মতো অন্যতম বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন।

তারপর মাঝরাতের কিছু পূর্বে পিকনিক দল ভিয়েনার সেন্ট্রাল রেলস্টেশন এসে তাদের পিকনিক শেষ করে। অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সভাপতি তাহের সরকার ও সাধারণ সম্পাদক সাগর খান এক বিবৃতিতে পিকনিকে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

কবির আহমেদ/ইবিটাইমস