ভিয়েনা ১২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

পরিমাণে কম দেয়ায় টাঙ্গাইলে ফিলিং স্টেশনকে জরিমানা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:১১:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • ২ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : গ্রাহকদের পরিমাণের তুলনায় কম জ্বালানি তেল (পেট্রোল ও অকটেন) সরবরাহ করার অপরাধে টাঙ্গাইল শহরের টাঙ্গাইল ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২৪ মে) দুপুরে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল।

তিনি জানান, ভোক্তাদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায় যে, কিছু পেট্রল পাম্পে নির্ধারিত মাপে জ্বালানি তেল দেওয়া হচ্ছে না। এ ধরনের অভিযোগের ভিত্তিতে টাঙ্গাইল শহরের দুটি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে টাঙ্গাইল ফিলিং স্টেশনে প্রতি পাঁচ লিটারে গড়ে ৩০০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পাম্পের পরিমাপ যন্ত্র যাচাই ও মেরামত করা হয় যাতে ভবিষ্যতে গ্রাহকদের ঠকানো না হয়।

সহকারী পরিচালক আরও জানান, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের সততা বজায় রেখে গ্রাহকদের প্রাপ্য সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নাজিমউদ্দিন ও টাঙ্গাইল সদর থানার পুলিশের একটি দল উপস্থিত ছিল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় গ্রাহকরা। তারা মনে করেন, নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা করা হলে প্রতারণা কমবে এবং ন্যায্য সেবা পাওয়া নিশ্চিত হবে।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পরিমাণে কম দেয়ায় টাঙ্গাইলে ফিলিং স্টেশনকে জরিমানা

আপডেটের সময় ১২:১১:২২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : গ্রাহকদের পরিমাণের তুলনায় কম জ্বালানি তেল (পেট্রোল ও অকটেন) সরবরাহ করার অপরাধে টাঙ্গাইল শহরের টাঙ্গাইল ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২৪ মে) দুপুরে এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল।

তিনি জানান, ভোক্তাদের কাছ থেকে অভিযোগ পাওয়া যায় যে, কিছু পেট্রল পাম্পে নির্ধারিত মাপে জ্বালানি তেল দেওয়া হচ্ছে না। এ ধরনের অভিযোগের ভিত্তিতে টাঙ্গাইল শহরের দুটি ফিলিং স্টেশনে অভিযান চালানো হয়। অভিযানে টাঙ্গাইল ফিলিং স্টেশনে প্রতি পাঁচ লিটারে গড়ে ৩০০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পাম্পের পরিমাপ যন্ত্র যাচাই ও মেরামত করা হয় যাতে ভবিষ্যতে গ্রাহকদের ঠকানো না হয়।

সহকারী পরিচালক আরও জানান, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের সততা বজায় রেখে গ্রাহকদের প্রাপ্য সেবা নিশ্চিত করার আহ্বান জানান।

অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক নাজিমউদ্দিন ও টাঙ্গাইল সদর থানার পুলিশের একটি দল উপস্থিত ছিল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় গ্রাহকরা। তারা মনে করেন, নিয়মিত এই ধরনের অভিযান পরিচালনা করা হলে প্রতারণা কমবে এবং ন্যায্য সেবা পাওয়া নিশ্চিত হবে।

ঢাকা/ইবিটাইমস/এসএস