জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : সদ্য সমাপ্ত হওয়া এসএসসি, ভোকেশনাল ও দাখিল পরীক্ষা নকলমুক্ত এবং সুন্দর পরিবেশের সমাপ্ত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এর পক্ষ থেকে লালমোহনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারদেরকে সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ ও ট্যাগ অফিসারদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পাঞ্চয়েত।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজের পক্ষ থেকেও অফিসার, বিএনপি নেতৃবৃন্দ ও সাংবাদিকদেরকে সম্মাননা প্রদান করা হয়।
এসময় ইউএনও মো. শাহ আজিজ এমন একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগের জন্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ কে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ভালো কাজের জন্য সম্মাননা করলে কাজের প্রতি আরো আন্তরিকতা ও উৎসাহ বাড়ে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল আজিজ শাহিন, পৌরসভা বিএনপির আহ্বায়ক সাদেক মিয়া ঝান্টুসহ আরো অনেকে।
ঢাকা/ইবিটাইমস/এসএস