লালমোহন প্রতিনিধি : পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ভোলার লালমোহনে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপির আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়াম শ্রমিকের অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টু।
উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো. শাহীন হাওলাদারের সভাপতিত্বে ও সদস্য সচিব ফরহাদ হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা জাসাসের সভাপতি আজাদ হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রেজাউর রহমান শাহিন, উপজেলা যুবদলের সভাপতি কবির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঢাকা/ইবিটাইমস/এসএস
আন্তর্জাতিক শ্রমিক দিবসে লালমোহনে বিএনপির আলোচনা সভা
