ভিয়েনা ০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রোমানিয়া-বুলগেরিয়ার যৌথ অভিযানে ৮ মানবপাচারকারী গ্রেপ্তার মাধবপুরে ইঞ্জিন বিকল, ৩ ঘন্টা পর কালনী এক্সপ্রেস ট্রেন পুনরায় যাত্রা বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময় সেতুসহ পাঁচ দাবিতে শাহবাগে ভোলাবাসীর অবস্থান পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০,৬৬০ প্রবাসীর নিবন্ধন বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে লালমোহনে বিক্ষোভ লালমোহনে এসটিএস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে পর্তুগালের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ জয়লাভ খাল–বিলহীন খিলগাতীতে সাড়ে ৯ কোটি টাকার ব্রিজ নির্মাণ, প্রশ্ন স্থানীয়দের প্লট বরাদ্দে জালিয়াতি মামলায় জয়ের ৫ বছরের কারাদণ্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:২৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ২৩ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ফি‌লি‌স্তি‌নের গাজা উপত‌্যকায় ইসরা‌য়েলী বা‌হিনীর চলমান গণহত‌্যা বন্ধ ও স্বাধীন ফি‌লি‌স্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দা‌বি‌তে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন ক‌রে‌ছে ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর ক‌লে‌জের শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে শতা‌ধিক শিক্ষার্থীর উপ‌স্থি‌তি‌তে ক‌লে‌জের প্রধান ফট‌কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধ‌নে সরকা‌রি শাহবাজপুর ক‌লে‌জের অর্থনী‌তির প্রভ‌াষক মো. মুসা ব‌লেন, ‘ ইসরা‌য়েল কো‌নো স্বীকৃত রাষ্ট্র নয়; একটা দখলদার গো‌ষ্ঠিমাত্র।  বাংলা‌দেশ সব সময় নির্যা‌তিত, মজলুম জন‌গোষ্ঠীর প‌ক্ষে। আমরা ফি‌লি‌স্তি‌নের মানু‌ষের ন‌্যায‌্য অ‌ধিকা‌র চাই। সারা দু‌নিয়ায় শা‌ন্তি ও মানবতার বু‌লি আও‌ড়ি‌য়ে যারা ফি‌লি‌স্তি‌নে মানবা‌ধিকার লঙ্ঘন ক‌রে‌ছে এবং  গণহত‌্যায় সমর্থন দি‌য়ে‌ছে তাদের প্রতি ধিক্কার জানাই।’

এসময় তি‌নি গাজা উপত‌্যকায় অ‌বিল‌ম্বে গণহত‌্যা বন্ধ, স্বাধীন ফি‌লি‌স্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দখলদার বা‌হিনীর বিরু‌দ্ধে শা‌স্তিমূলক ব‌্যবস্থা গ্রহ‌ণে যথাযথ পদ‌ক্ষেপ নি‌তে আন্তর্জা‌তিক সংস্থা সমূহ ও বিশ্ব নেতা‌দের প্রতি আহ্বান জানান। 
মানববন্ধ‌নে সরকা‌রি শাহবাজপুর ক‌লে‌জের শিক্ষক না‌জিউর রহমান, ইব্রা‌হিম খ‌লিল, ফয়সাল হো‌সেন, হা‌বিব উল্লাহ প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন। মানববন্ধ‌নে সঞ্চালনা ক‌রেন সরকা‌রি শাহবাজপুর ক‌লে‌জের শিক্ষার্থী জুবা‌য়ের।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

রোমানিয়া-বুলগেরিয়ার যৌথ অভিযানে ৮ মানবপাচারকারী গ্রেপ্তার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আপডেটের সময় ০২:২৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ফি‌লি‌স্তি‌নের গাজা উপত‌্যকায় ইসরা‌য়েলী বা‌হিনীর চলমান গণহত‌্যা বন্ধ ও স্বাধীন ফি‌লি‌স্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দা‌বি‌তে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালন ক‌রে‌ছে ভোলার লালমোহন সরকারি শাহবাজপুর ক‌লে‌জের শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে শতা‌ধিক শিক্ষার্থীর উপ‌স্থি‌তি‌তে ক‌লে‌জের প্রধান ফট‌কে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধ‌নে সরকা‌রি শাহবাজপুর ক‌লে‌জের অর্থনী‌তির প্রভ‌াষক মো. মুসা ব‌লেন, ‘ ইসরা‌য়েল কো‌নো স্বীকৃত রাষ্ট্র নয়; একটা দখলদার গো‌ষ্ঠিমাত্র।  বাংলা‌দেশ সব সময় নির্যা‌তিত, মজলুম জন‌গোষ্ঠীর প‌ক্ষে। আমরা ফি‌লি‌স্তি‌নের মানু‌ষের ন‌্যায‌্য অ‌ধিকা‌র চাই। সারা দু‌নিয়ায় শা‌ন্তি ও মানবতার বু‌লি আও‌ড়ি‌য়ে যারা ফি‌লি‌স্তি‌নে মানবা‌ধিকার লঙ্ঘন ক‌রে‌ছে এবং  গণহত‌্যায় সমর্থন দি‌য়ে‌ছে তাদের প্রতি ধিক্কার জানাই।’

এসময় তি‌নি গাজা উপত‌্যকায় অ‌বিল‌ম্বে গণহত‌্যা বন্ধ, স্বাধীন ফি‌লি‌স্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দখলদার বা‌হিনীর বিরু‌দ্ধে শা‌স্তিমূলক ব‌্যবস্থা গ্রহ‌ণে যথাযথ পদ‌ক্ষেপ নি‌তে আন্তর্জা‌তিক সংস্থা সমূহ ও বিশ্ব নেতা‌দের প্রতি আহ্বান জানান। 
মানববন্ধ‌নে সরকা‌রি শাহবাজপুর ক‌লে‌জের শিক্ষক না‌জিউর রহমান, ইব্রা‌হিম খ‌লিল, ফয়সাল হো‌সেন, হা‌বিব উল্লাহ প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন। মানববন্ধ‌নে সঞ্চালনা ক‌রেন সরকা‌রি শাহবাজপুর ক‌লে‌জের শিক্ষার্থী জুবা‌য়ের।
ঢাকা/ইবিটাইমস/এসএস