এইচ এম লাহেল মাহমুদ, পিরোজপুর : বিএনপির কেন্দ্রীয় নেতা ও পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, শেখ হাসিনা লুটপাটের ক্ষেত্রে খুবই গণতান্ত্রিক ছিলেন। কেননা তিনি একা লুটপাট করেননি, সাথে শেখ পরিবার, আত্মীয় স্বজন ও দলীয় নেতাদেরকেও লুটপাট করার সুযোগ করে দিয়েছেন।
তারা লুটপাট করে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাঠিয়েছেন। দেশ আজ অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে পড়েছে।
শনিবার (২২ মার্চ) বিকালে জেলার নাজিরপুর উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, গত সতের বছরে আওয়ামীলীগ দেশের হাজার হাজার নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। পিরোজপুর সরকারি কলেজের ভিপি ছাত্রদলের নেতা মুক্তাকে দিন-দুপুরে কুপিয়ে হত্যা করা হয়েছে।
জুলাই বিপ্লবে আত্মত্যাগের মাধ্যমে গত ৫ আগস্ট দেশে স্বৈরচারের পতন হয়েছে।শুধু তাই নয়, স্বৈরচার দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু আমাদের কিছু ছেলেরা এই স্বৈরচার পতনের কৃতিত্বের দাবিদার একমাত্র নিজেদেরই করছেন।সমন্বয়কদের অনেকেই ছাত্রলীগের রয়েছেন। পিরোজপুরে নতুন রাজনৈতিক দলের নেতা ও এক সমন্বয়ক চাঁদার দাবিতে মসজিদ ভাঙচুর করেছেন, এর আগে পেট্রোল পাম্পে আগুন দিয়েছে। তিনিও ছাত্রলীগের নেতা ছিলেন। এ ভাবেই তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্ট করছে। আমাদের সকলকে এদের প্রতিহত করতে হবে।
উপজেলা সদরের সরকারি মহিলা কলেজ মাঠে উপজেলা বিএনপির আহ্বয়ক মো. মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বয়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, উপজেলা বিএনপির সদস্য সচীব মো. আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম ফরাজী, মোহাম্মাদ তাওহীদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচীব মো. তারেক আব্দুল্লাহ বাপ্পি প্রমুখ।
ঢাকা/ইবিটাইমস/এসএস