ভিয়েনা ০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ভিয়েনায় অস্ট্রিয়া বাংলাদেশ কালচারাল এন্ড সোস্যাল ফোরামের নেতৃবৃন্দের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:২৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
  • ৩ সময় দেখুন

সংগঠনের সহ সভাপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল রাস্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেন

ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (১৮ মার্চ) সকালে ভিয়েনার ১৯ নাম্বার ডিস্ট্রিক্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে অস্ট্রিয়া-বাংলাদেশ কালচারাল এন্ড সোস্যাল ফোরাম নেতৃবৃন্দের এই সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। ৮ সদস্য বিশিষ্ট দলটির নেতৃত্ব দেন সহ সভাপতি আব্দুস সাত্তার।

দূতাবাসের দরবার হলে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত এবং অন্যান্য শীর্ষ কূটনৈতিক কর্মকর্তাদেরকে সংগঠনের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কার্যক্রম এবং বাংলাদেশী কমিউনিটির অগ্রগতি ও উন্নয়নে সংগঠনের বলিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরা হয়।

সংগঠনের পক্ষ থেকে কনসুলার সেবা সহজীকরণ, ভিয়েনাস্থ মিশনের অধীনে থাকা ক্রোয়েশিয়া, হাংগেরী ও স্লোভেনিয়ার বাংলাদেশী লোকদেরকে ননস্টপ সার্ভিস, মাতৃভাষা বাংলা শিক্ষার ব্যবস্থা, ভিয়েনায় আসা বাংলাদেশী ছাত্রদের ক্যারিয়ার গঠনে সহযোগীতা, প্রবাসীদের ভোট ও দূতাবাসের কার্যক্রমে আরো বেশি কমিউনিটিকে অংশগ্রহণ করাসহ বেশ কিছু বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

রাস্ট্রদূতের পক্ষ থেকে কমিউনিটির কল্যাণে ও বর্তমান সরকারের ঘোষিত রুপরেখার আলোকে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন।

শুরুতেই সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং শেষে রাস্ট্রদূতসহ অন্যান্য কর্মকর্তাদেরকে উপহার হিসেবে সিরাত বিষয়ক বই উপহার দেয়া হয়।

শুভেচ্ছা সাক্ষাতে দূতালয় প্রধান তানভীর আহমেদ তরফদার ও প্রথম সচিব মুহাম্মদ জিয়াদুল ইসলাম চৌধুরী এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ যথাক্রমে আব্দুস সাত্তার, মহিউদ্দিন মাসুম, জসীম উদ্দিন মোড়ল, খায়রুল ইসলাম, লুৎফর রহমান, আতাউল ইসলাম চৌধুরী ও ফরিদ উদ্দীন আহমেদ টিপু উপস্থিত ছিলেন।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জনপ্রিয়
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভিয়েনায় অস্ট্রিয়া বাংলাদেশ কালচারাল এন্ড সোস্যাল ফোরামের নেতৃবৃন্দের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাত

আপডেটের সময় ১১:২৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

সংগঠনের সহ সভাপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল রাস্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেন

ভিয়েনা ডেস্কঃ মঙ্গলবার (১৮ মার্চ) সকালে ভিয়েনার ১৯ নাম্বার ডিস্ট্রিক্টে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশনে অস্ট্রিয়া-বাংলাদেশ কালচারাল এন্ড সোস্যাল ফোরাম নেতৃবৃন্দের এই সৌজন্য সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে। ৮ সদস্য বিশিষ্ট দলটির নেতৃত্ব দেন সহ সভাপতি আব্দুস সাত্তার।

দূতাবাসের দরবার হলে অনুষ্ঠিত বৈঠকে রাষ্ট্রদূত এবং অন্যান্য শীর্ষ কূটনৈতিক কর্মকর্তাদেরকে সংগঠনের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কার্যক্রম এবং বাংলাদেশী কমিউনিটির অগ্রগতি ও উন্নয়নে সংগঠনের বলিষ্ঠ ভূমিকার কথা তুলে ধরা হয়।

সংগঠনের পক্ষ থেকে কনসুলার সেবা সহজীকরণ, ভিয়েনাস্থ মিশনের অধীনে থাকা ক্রোয়েশিয়া, হাংগেরী ও স্লোভেনিয়ার বাংলাদেশী লোকদেরকে ননস্টপ সার্ভিস, মাতৃভাষা বাংলা শিক্ষার ব্যবস্থা, ভিয়েনায় আসা বাংলাদেশী ছাত্রদের ক্যারিয়ার গঠনে সহযোগীতা, প্রবাসীদের ভোট ও দূতাবাসের কার্যক্রমে আরো বেশি কমিউনিটিকে অংশগ্রহণ করাসহ বেশ কিছু বিষয়ে প্রস্তাবনা উপস্থাপন করা হয়।

রাস্ট্রদূতের পক্ষ থেকে কমিউনিটির কল্যাণে ও বর্তমান সরকারের ঘোষিত রুপরেখার আলোকে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন।

শুরুতেই সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং শেষে রাস্ট্রদূতসহ অন্যান্য কর্মকর্তাদেরকে উপহার হিসেবে সিরাত বিষয়ক বই উপহার দেয়া হয়।

শুভেচ্ছা সাক্ষাতে দূতালয় প্রধান তানভীর আহমেদ তরফদার ও প্রথম সচিব মুহাম্মদ জিয়াদুল ইসলাম চৌধুরী এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ যথাক্রমে আব্দুস সাত্তার, মহিউদ্দিন মাসুম, জসীম উদ্দিন মোড়ল, খায়রুল ইসলাম, লুৎফর রহমান, আতাউল ইসলাম চৌধুরী ও ফরিদ উদ্দীন আহমেদ টিপু উপস্থিত ছিলেন।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর