ঝালকাঠিতে জাতীয়তাবাদী ফোরাম’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাঁধন রায়, ঝালকাঠি : ঝালকাঠি জেলা জাতীয়তাবাদী ফোরামের  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সংগঠনটির উদ্যোগে ঝালকাঠির সানাই কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে জাতীয়তাবাদী ফোরামের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী ফোরামের আহবায়ক ওবায়দুল হক নান্নার সভাপতিত্বে ইফতারপূর্ব আলোচনা সভায়  বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি  বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জাহাঙ্গীর কবীর, ছাত্রদলের সাবেক সভাপতি মো. মাহাবুব আলম খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এড. আককাস সিকদার,  জাতীয়তাবাদী ফোরামের সদস্য সচিব এড. ফয়সাল খান প্রমুখ।
বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সমুন্নত রাখা, আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ এবং জনকল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। তারা আরো বলেন, আওয়ামী লীগের করা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে জাতীয়তাবাদী শক্তিকে এগিয়ে যেতে হবে। চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আওয়ামী লীগ জনগণের মন থেকে উঠে গেছে, এ থেকে জাতীয়তাবাদী ফোরামের শিক্ষা গ্রহন করতে হবে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit exceeded. Please complete the captcha once again.

Translate »